নতুন ‘দিশা’য় টাইগার! পটানির পর মন মজেছে ধানুকাতে, চেনেন নাকি জ্যাকিপুত্রের সঙ্গীকে?

নতুন ‘দিশা’য় টাইগার! পটানির পর মন মজেছে ধানুকাতে, চেনেন নাকি জ্যাকিপুত্রের সঙ্গীকে?

মুম্বই: ও যে মানে না মানা! ‘দিশা’ হারা হয়েও ফের নতুন ‘দিশা’য় টাইগার শ্রফ! আরও একবার প্রেমে পড়লেন অভিনেতা৷ নতুন এক লাস্যময়ীর প্রবেশ ঘটেছে জ্যাকি-পুত্রের জীবনে। আশ্চর্যের বিষয় হল, সেই রমনীর সঙ্গে অদ্ভূত এক মিল রয়েছে টাইগারের প্রাক্তন প্রেমিকা দিশা পটানির।

একটা সময় ছিল যখন, টাইগার আর দিশার প্রেম ছিল টক অফ দ্য টাউন৷ পর্দায় যেমন তাঁদের ক্যামিস্ট্রি ছিল দুর্দান্ত, বাস্তব জীবনেও এই তারকা জুটির সমীকরণ ছিল চোখে পড়ার মতো। তবে সেই প্রেম এখন অতীত৷  পুরনো প্রেমের নেশাও আর নেই৷ নতুন প্রেমে বুঁদ টাইগার৷ বদলে গিয়েছে জীবনে ‘দিশা’! 

এক সময় প্রায়ই দামি রেস্তরাঁয় খোশমেজাজে কফি খেতে বা নৈশভোজে যেতে দেখা যেত টাইগার ও দিশা পাটানিকে। চর্চিত জুটির এক ঝলক পেতে ভিড় জমাতেন পাপারাৎজিরা। যদিও খোলাখুলি কোনও দিনই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি টাইগার ও দিশা। তবে তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায় উঁকি দিলেই মিলত প্রেমের ইঙ্গিত।

গত বছর জুলাই মাসে টাইগার এবং দিশার বিচ্ছেদের খবরে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি। এমনকি, এক অনুষ্ঠানে এসে নিজেকে ‘সিঙ্গল’ বলেও ঘোষণা করে দেন টাইগার।  সে সবে এখন ইতি৷ জ্যাকি-পুত্রকে নিয়ে মায়ানগরী জুড়ে ফের প্রেমের চাপা গুঞ্জন৷ টাইগার নাকি এখন আর ‘সিঙ্গল’ নন। তাঁর জীবনে ‘দিশা’ বদলাতে এসেছেন নতুন এক দিশা। তিনি ‘পটানি’ নন, ‘ধানুকা’৷  কিন্তু কে এই দিশা ধনুকা? বি-টাউনে শুরু হয়েছে জোর গুঞ্জন৷ 

দিশা ধনুকার সঙ্গে নাকি বিগত এক বছর ধরে ‘ডেট’ করছেন জ্যাকি-পুত্র। দিশা এবং টাইগার নাকি একই জিমে শরীরচর্চা করতেন। সেই সূত্রেই তাঁদের আলাপ। এখন নাকি শরীরচর্চা সংক্রান্ত সমস্ত বিষয়ে দিশাকে ঠানুকাকে পরামর্শ দেন টাইগার। জানা গিয়েছে, নতুন দিশা নাকি একটি নামী প্রযোজনা সংস্থার উচ্চ পদে রয়েছেন। ‘ট্যালেন্টস এবং এগ্‌জিকিউশন’ দলের সঙ্গে কাজ করতে হয় তাঁকে। সংস্থার বিপণন কৌশল এবং প্রচারাভিযানের সিদ্ধান্তও অনেক ক্ষেত্রে নিতে হয় তাঁকে। পাশাপাশি তাঁর কড়া নজর রয়েছে টাইগারের কেরিয়ারের দিকেও। টাইগার কোন ধরনের ছবিতে কাজ করবেন, কোন ধরনের চরিত্র বেছে নেবেন, তা নিয়েও বেশ সচেতন তিনি।

কী ভাবে সব থেকে ভাল এবং বড় বাজেটের ছবির প্রস্তাব টাইগারের কাছে যায়, তা নিশ্চিত করতেও তৎপর দিশা। যদিও নতুন প্রেমের কথা শুনেই বিষয়টি হেসে উড়িয়েছেন টাইগার। তাঁর কথায়, মাঝেমধ্যেই নাকি বিভিন্ন মডেল বা অভিনেত্রীর নাম তাঁর সঙ্গে জড়িয়ে দেওয়া হয়। যার কোনও যুক্তিই নেই৷  বিগত এক বছর ধরে তিনি সম্পর্কে নেই বলেও সাফ জানান টাইগার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 16 =