মুম্বই: গরীবদের ত্রাণদাতা হিসাবে অভিনেতা সোনু সুদ'কে এর আগেও বহুবার এগিয়ে আসতে দেখা গিয়েছিল। অতিমারীর শুরুর মুহুর্ত থেকে একাধিক গরীব মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছেন। নানা ভাবে আর্থিক সাহায্য দিয়ে সোনু তাঁদের জীবনের সংকট থেকে রক্ষা করেছেন। এবার গরীব শ্রেণির মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা। নিজের মায়ের নামে এই প্রকল্প চালু করতে চলেছেন। আর্থিক ভাবে বিপর্যস্ত মেধাবী পড়ুয়াদের ভবিষ্যত যাতে কোনও ভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেই কথা মাথায় রেখেই মায়ের থেকে অনুপ্রাণিত হয়ে সোনু এই প্রচেষ্টা গ্রহণ করেছেন।
যে সমস্ত পরিবার গুলির বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, সেই সমস্ত পরিবার গুলির পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে। স্কলারশিপ পাওয়ার মাপকাঠি হল, এখনও পর্যন্ত দেওয়া পরীক্ষা গুলির ফল ভাল হতে হবে। সেক্ষেত্রে কোর্স ফি, হস্টেলের খরচ, খাওয়া, পড়াশোনার দায়িত্ব নেবেন সোনু। সোনু নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করে বলেন, “হিন্দুস্থান বাড়েগা তাভি, যাব পাড়েগা সাভি।” অর্থাৎ দেশের সকল মানুষ শিক্ষিত হলেই সেই দেশ উন্নতি করতে পারবে। তাঁর কথায়, মানুষের অতীত, সে কোথা থেকে এসেছে এগুলো ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে না। শুধু নিজের জায়গাটা মনে রেখে এগিয়ে যেতে হবে। তিনি বলেছেন, দরিদ্র শ্রেণির পড়ুয়ারা স্কুলের পড়া শেষ করে যাতে কলেজে উঠে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্যে সেই পড়ুয়াদের পাশে থাকবেন সোনু।
তিনি অন্য একটি টুইটে লিখেছেন, তাঁর মা অধ্যাপক সরোজ সুদ মনে করেন সুন্দর ও সুখী ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকা বাঞ্ছ্যনীয়। সেই কথা থেকে অনুপ্রাণিত হয়ে অভিনেতা সোনু তাঁর মায়ের নামেই 'সরোজসুদ স্কলারশিপ' চালু করেছেন। আগামী ১০ দিনের মধ্যে সোনু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে বলেছেন পড়ুয়াদের। তার জন্যে একটি নির্দিষ্ট ইমেল আইডি দেওয়া হয়েছে। scholarships@sonusood.me এই ইমেল আইডি তে পড়ুয়ারা নিজেদের নাম নথিভুক্ত করলে সোনু নিজে তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। সবশেষে তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি, কারও লক্ষ্যপূরণের ক্ষেত্রে আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়ানো ঠিক নয়।”