চলে গেলেন ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন, বলিউডে শোকের ছায়া

চলে গেলেন ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন, বলিউডে শোকের ছায়া

 মুম্বই:  প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা হরিশ মাগোন৷ বয়স হয়েছিল ৭৬ বছর৷ সত্তর ও আশির দশকে তিনি ছিলেন হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ৷ ‘গোলমাল’, ‘চুপকে চুপকে’, ‘নমক হালাল’-এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনয় শেখানোর জন্যে একটি প্রতিষ্ঠানও খুলেছিলেন। জানা গিয়েছে, গত ১ জুলাই মুম্বইতে মৃত্যু হয়েছে তাঁর৷ মুম্বইয়ের সিনে ও টিভি আর্টিস্টের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

১৯৪৬ সালে মুম্বইয়েই জন্ম হরিশ মাগোনের। ১৯৭৪ সালে পুণের ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করার পর বলিউডে পা রাখেন। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি৷ শেষ ছবি ‘উফ ইয়ে মহব্বত’৷  ১৯৯৭ সালে মুক্তি পায় ছবিটি৷ এরপরেই অভিনয় থেকে অবসর নিয়ে নেন বর্ষীয়ান অভিনেতা। হুতে নিজের ‘হরিশ মাগোন অ্যাক্টিং ইনস্টিটিউট’ –এ অভিনয় শেখাতে শুরু করেন৷  পাশাপাশি রোশন তনেজার অ্যাক্টিং স্কুলেও প্রশিক্ষণ দিতেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷ 

কী কারণে হরিশ সালভের মৃত্যু হয়েছে,  সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। হাসপাতালে ভর্তিও ছিলেন। চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।  অভিনেতার মৃত্যুতে শোকাহত নেটিজেনরা৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =