কলকাতা: শ্বাসকষ্ট জনিত সমস্যার মুখোমুখি হয়ে নার্সিঙ্ঘোমে ভর্তি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে৷ বেশকিছু বছর যাবত তিনি সিওপিডিও সমস্যায় আক্রান্ত বলে তাঁর ঘনিষ্ঠ জন সূত্রে জানা গিয়েছে৷ চলতি মাসের ১৬ তারিখ দীর্ঘদিনের লিভ-ইন পার্টনার দোলন রায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন তিনি৷
ঠিক তাঁর পরদিনই আচমকা শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে পারিবারিক চিকিৎসকের পরামর্শে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল ৭৫ বছরের এই অভিনেতাকে৷ জনপ্রিয় এই অভিনেতার সদ্য বিবাহিত স্ত্রী অভিনেত্রী দোলন রায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এখনও কথা বলার মতন অবস্থায় নেই দীপঙ্করবাবু। বাড়িতে রেখে চিকিৎসার সমস্যা থাকার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে চির নবীন এই অভিনেতাকে৷
চলতি বছর ১৬ জানুয়ারি দীপঙ্কর দে ও দোলন রায়ের বিবাহ খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতে শহরের একটি নির্জন রোঁস্তোয়ায় রেজিষ্ট্র করে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন গুটিকয়েক বিশিষ্ট ব্যক্তি৷