কলকাতা: রাজনীতি ভুলে মানুষের জন্য কাজ করতে এর আগেও দেখা গেছে অভিনেতা সাংসদ দেবকে। আগেও মানবিকতার খাতিরে এগিয়ে এসেছেন তিনি। জীবসেবার সেই স্বধর্ম পালন থেকে বিচ্যুত হননি তিনি, সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন। প্রতিবন্ধী হাতে এক বৃদ্ধ মাস্ক বিক্রেতার সহায় হলেন তিনি।
বেলঘরিয়ার প্রফুল্লনগরের বাসিন্দা অমল ভৌমিকের ফুলের ব্যবসা ছিল। কিন্তু লকডাউনের জেরে তা লাটে ওঠার জোগাড়। তাই এই করোনা পরিস্থিতিতে চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি তাঁর পরিবার। তিনি জানান, তাঁর ছেলেই এখন ফুলের ব্যবসা দেখাশোনা করে, কিন্তু লকডাউনের জন্য সেখান থেকে প্রায় কিছুই আয় হচ্ছে না। যদিও তাঁর ছেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু লাভের লাভ শূন্য। তাই শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও ক্রাচ হাতে রাস্তায় রাস্তায় ঘুরে মাস্ক বিক্রি করছেন বৃদ্ধ অমল, যাতে দুটো টাকা রোজগার হয়। এমনই এক ভিডিও শেয়ার করেন স্থানীয় সিপিআইএম কর্মী সোমনাথ সরকার। মুহূর্তে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই ভিডিও ফুটেজ হাতে পড়ে অভিনেতা সাংসদ দেবের। প্রথমেই তিনি এই ধরনের খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য ধন্যবাদ জানান সোমনাথকে। এরপরেই নিজের প্রযোজনা সংস্থার তরফ থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই বৃদ্ধের পরিবারের প্রতি। তাঁর প্রযোজনা সংস্থার তরফ থেকে যোগাযোগ করা হয় বৃদ্ধের পরিবারের সঙ্গে। শারীরিক ভাবে অসুস্থ বৃদ্ধ অমল ভৌমিক বলেন, ‘আমার ছেলে পারিবারিক ফুলের ব্যবসাকে দাঁড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু করোনার ভয়ে কেউই তেমন বেরচ্ছে না। যেখানে মানুষ খেতে পারছে না, সেখানে ফুলের অর্ডারও তাই পাওয়া যাচ্ছে না। এছাড়াও বিভিন্ন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ফুলের অর্ডার যেত, কিন্তু এখন সেটাও বন্ধ। উপায় না পেয়েই আমাকে মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিতে হয়েছে।’
অভিনেতা তথা সাংসদ দেবে’র তরফ থেকে এই সাহায্য পেয়ে খুশি বৃদ্ধ ও তাঁর পরিবার। অমল ভৌমিকে’র ছেলে জানান, দেবের সংস্থার লোক এসে তাঁদের সঙ্গে কথা বলে গেছেন। কীভাবে সাহায্য করা যাবে তা নিয়ে কথা হয়েছে।