শাহজাহান গ্রেফতার হতেই উৎসবে মাতল সন্দেশখালি, উলুধ্বনি-শঙ্খনাদ-মিষ্টিমুখ, উড়ল আবির

শাহজাহান গ্রেফতার হতেই উৎসবে মাতল সন্দেশখালি, উলুধ্বনি-শঙ্খনাদ-মিষ্টিমুখ, উড়ল আবির

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

shahjahan sheikh

সন্দেশখালি: ৫৫ দিন ধরে ‘নিখোঁজ’ থাকার পর গ্রেফতার সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান শেখ। মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ শাহজাহান গ্রেফতার হতেই উৎসবে মেতে ওঠেন সন্দেশখালির মানুষ৷ গ্রামনে গ্রামে ঘুরে একে অপরকে মিষ্টিমুখ করান মহিলারা। আকাশে ওড়ানো হয় লাল আবির৷ বৃহস্পতিবার সকালেই চলে আসে শাহজাহানের গ্রেফতারির খবর৷ তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। ভোজাপাড়ায় শুরু হয়ে যায় উৎসব। মহিলারা আনন্দে আবির খেলা শুরু করেন৷ আকাশ হোলি শুরু হয়ে গ্রামে৷ অনেক মহিলাকে আবার শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিয়েও খুশির মুহূর্ত উদযাপন করে৷ 

শাহজাহানের নাগাল পাওয়া না গেলেও অনেক আগেই গ্রেফতার করা হয় এলাকায় তাঁর ডান হাত বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে। অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও গ্রেফতার করে পুলিশ৷ ইডি-র উপর আক্রমণের ঘটনার ৫৫ দিন পর শাহজাহান গ্রেফতার হতেই আনন্দে মেতে ওঠে সন্দেশখালি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =