কলকাতা: নতুন বউয়ের টানে বাড়ি ফেরাই হল কাল! বীরভূমের মাড়গ্রাম থেকে গ্রেফতার ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত নিউটন শেখ। বুধবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ নিউটনকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ বৃহস্পতিবারই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷
গত বছর ২১ মার্চ খুন হন বরশাল গ্রামের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের ঘটনায় এফআইআরের দু’নম্বরেই নিউটন শেখের নাম। তবে সেই সময় তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গত ১ বছর ধরে পালিয়ে বেরাচ্ছিলেন নিউটন৷ তবে খুব সম্প্রতি বিয়ে করেন তিনি। বুধবার রাতে মাড়গ্রামের বিষ্ণুপুরে শ্বশুরবাড়িতে নতুন বৌয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন৷ নিউটন যে আসছেন, সেই খবর আগেই ছিল পুলিশের কাছে৷ সেই মতোই ফাঁদ পাতা হয়েছিল। নিউটন শ্বশুরবাড়িতে পা রাখতেই গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। গ্রেফতার করা হয় ভদু খুনের অন্যতম এই অভিযুক্তকে৷ একটি বন্দুক ও একটি কার্তুজ-সহ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। নিউটন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। এই ঘটনার মূল অভিযুক্ত সোনা শেখ৷ ওইদিন রাতেই সোনা শেখের বাড়িতে হামলা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়৷ ভাদুর অনুগামীরাই এই ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ। পরেরদিন ভোরে সাত জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পরে বগটুই-কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>