দিল্লিতে মোদীর সঙ্গে মমতার বৈঠকে থাকবেন অভিষেকও, রবিবারই যাচ্ছেন রাজধানী

দিল্লিতে মোদীর সঙ্গে মমতার বৈঠকে থাকবেন অভিষেকও, রবিবারই যাচ্ছেন রাজধানী

Abhishek

কলকাতা: রাজ্যের বকেয়া পাওনা নিয়ে আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা একা নন, ওই বৈঠকে মমতার সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। থাকতে পারেন দলের অন্যান্য সাংসদরাও৷ 

১৯ ডিসেম্বর রয়েছে ‘ইন্ডিয়া’ জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক৷ ১৪ জনের এই কমিটিতে রয়েছেন তৃণমূলে ‘সেনাপতি’ও। ওই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি। পরের দিন, অর্থাৎ ২০ ডিসেম্বর সকাল ১১টায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, ২০ ডিসেম্বর বেলা ১১ টায় প্রধনমন্ত্রীর দফতরে গিয়ে দেখা করবেন মমতা। তাঁর সঙ্গে থাকবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =