abhishek
কলকাতা: আগমী ৩ অক্টোবর ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ঘোষিত কর্মসূচির দিনেই ইচ্ছাকৃতভাবে তাঁকে ডাকা হচ্ছে৷ শুক্রবার এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিস্তারিত বিবৃতিও দিয়েছেন অভিষেক। ওই পোস্টের শেষাংশে তিনি ইংরেজিতে লেখেন, ‘‘স্টপ মি ইফ ইউ ক্যান।’’ যার অর্থ, পারলে আমায় আটকে দেখান।
লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঘটনাচক্রে, আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের৷ বাংলার বকেয়া পাওনার দাবিতে রাজধানীতে ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসকদল। ওই কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পায়ের চোটের জন্য সম্ভবত দিল্লিতে যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যা৷ সে ক্ষেত্রে নেতৃত্বে থাকবেন অভিষেকই৷ দলের কর্মসূচির দিনেই অভিষেককে তলব করায় বিতর্ক তৈরি হয়। পাশাপাশি ওই একই মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করেছে ইডি৷ অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সম্পত্তির নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে৷
এই প্রেক্ষিতে শুক্রবার সকালে সমাজমাধ্যমে একটি বিবৃতি দেন অভিষেক। তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং এর ন্যায্য পাওনার দাবিতে লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীর কোনও শক্তিই আমায় বাংলার মানুষ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াইয়ের প্রতি আমার নিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ২রা ও ৩রা অক্টোবর বিক্ষোভে যোগ দিতে আমি দিল্লি যাব। যদি পারো আমাকে থামাও!’’