abhishek
কলকাতা: কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবারই আবেদন জানানো হতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ ইডি-র উদ্দেশে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, কোনও ভাবেই ৩ অক্টোবরের অনুসন্ধান এবং তদন্ত যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। গত ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরেই কারও নাম উল্লেখ না করে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন অভিষেক। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করবেন তার আইনজীবীরা৷
গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি। ঠিক তার পরদিনই কলকাতা হাই কোর্টে ছিল এই মামলার শুনানি৷ বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে মামলা চলছে। এই পরিস্থিতিতে ইডির হাজিরা এড়াতে কৌশলী পদক্ষেপ অভিষেকের। বিচারপতি সিনহার নির্দেশের ব্যাখ্যা চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূলের নম্বর ইন টু। পাশাপাশি, মঙ্গলবার ইডির হাজিরা এড়ানোর আবেদন নিয়েও ডিভিশন বেঞ্চে হাজির তাঁর আইনজীবীরা। সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে৷