abhishek
কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে প্রায় গোটা অক্টোবর মাস জুড়েই আন্দোলন চালিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ তারিখ গান্ধী জয়ন্তী থেকে শুরু করে ৯ তারিখ পর্যন্ত দিল্লির রাজঘাট, যন্তর মন্তর, কৃষিভবন হয়ে কলকাতায় রাজভবনের সামনে শুরু হয় তাঁর আন্দোলন৷ গত মাসে এক নতুন রূপেই যেন ধরা দেন তৃণমূলের সেনাপতি৷ দেবীপক্ষের শুরুতেই ফের চমক! মহালয়ার বিকেলে কলকাতার নজরুল মঞ্চে চণ্ডীপাঠের সংস্কৃত স্তোত্র উচ্চারিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে৷ যা শুনে উপস্থিত সকলেই খানিকটা হকচকিয়ে উঠলেন৷
অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একাধিকবার সংস্কৃত স্তোত্র উচ্চারিত হয়ে শোনা গিয়েছে। কিন্তু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে কোনও দিন প্রকাশ্য কর্মসূচিতে এমন স্তোত্রপাঠ করছেন বলে কেউ স্মরণ করতে পারছেন না! শনিবার দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে ধীরে এবং স্পষ্ট ভাবে তিনি পাঠ করলেন, ‘‘ইয়া দেবী সর্বভূতেষু…’’। দলের এক প্রবীণ নেতার কথায়, ঘরোয়া অনুষ্ঠানে এর আগেও স্তোত্রপাঠ করেছেন অভিষেক। তবে প্রকাশ্য এত বড় কর্মসূচিতে তিনি কোনও দিন এমনটা করেছেন বলে মনে পড়ছে না তাঁরও।
রাজভবনের দুয়ারে ধর্নামঞ্চের শেষ দিন সুকান্তের কবিতা থেকে উদ্ধৃত করে তিনি বলেছিলেন, ‘‘আদিম হিংস্র মানসিকতার আমি যদি কেউ হই/ স্বজন হারানো শশ্মানে তোদের চিতা আমি তুলবই।’’ আর এদিন করলেন চন্ডীপাঠ৷