বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

abhishek

কলকাতা:  কলকাতা হাই কোর্টের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরাতে সর্বোচ্চ আদালতে আবেদন জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ সেই সঙ্গে তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করুন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। ইতিপূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা। এবার শীর্ষ আদালতে গেলেন অভিষেক।  তাঁর অভিযোগ, বিচারাধীন বিষয় নিয়ে এজলাসের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পক্ষপাতদুষ্ট বলে হাই কোর্টে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের ‘সেনাপতি’। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *