abhishek
কলকাতা: এক সময় তিনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ ১৩ মাস আগে শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরেই কার্যত তাঁকে ছেঁটে ফেলেছে দল৷ গত এক বছরের কোনও তৃণমূল নেতৃত্বের মুখে তাঁর নাম শোনা যায়নি৷ সেই পার্থের নাম এবার শোনা গেল খোদ দলের সর্বভারতীয় সাধার সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এত দিনেও পার্থ কেন ন্যায়বিচার পেলেন না তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷
এদিন রাত ৯ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরন অভিষেক৷ ইডি দফতরের সামনে দাঁড়িয়েই তদন্তকারী সংস্থাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। অভিষেক অভিযোগ, ইডি কোনও তদন্তেরই সুরাহা করতে পারে না। বিচারপ্রক্রিয়া শুরু করতে পারে না। তাই তাদের সাজা দেওয়ার হারও খুব কম। এপ্রসঙ্গে বলতে গিয়েই পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ্ত সেনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷
অভিষেক বলেন, ১৩ মাস আগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু কোনও সুরাহা হয়েছে কি? কোনও চাকরি প্রার্থী নিয়োগ পেয়েছে কি? শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী নন, সারদাকর্তা সুদীপ্ত সেনের বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, “সারদাকাণ্ডে সুদীপ্ত সেন গ্রেফতার হয়েছেন প্রায় ৯ বছর আগে। এখনও তাঁর বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। নিয়োগ দুর্নীতি মামলার সুরাহা হবে কী করে?”