abhishek banerjee
কলকাতা: আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে রয়েছে তৃণমূলের কর্মসূচি। মূলত একশ দিনের কাজ ও আবাস যোজনার টাকার দাবিতে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদদের পাশাপাশি দিল্লি পাড়ি দিচ্ছেন বাংলার বহু জব কার্ড হোল্ডারও। তবে দিল্লির কর্মসূচি নিয়ে বারবারই আশঙ্কার কথা শুনিয়েছেন অভিষেক। শনিবারের ভার্চুয়াল সভা থেকে আরও একবার তাঁর মুখে শোনা গেল সেই কথা৷ অভিষেক বলেন, “আমরা ২ তারিখ ও ৩ তারিখ যে আন্দোলন করব বলেছিলাম, তা করব। কারও ক্ষমতা থাকলে আন্দোলন আটকে দেখাক। আর বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে, একটা আঁচড় যদি পড়ে শ্রমিক কৃষকের উপর…। মারলে আমাদের মারবেন, আমাদের সাংসদ-বিধায়কদের গায়ে হাত দেবেন। একটা গরিব মানুষের গায়ে যদি হাত পড়ে ইট কা জবাব পাত্থর সে কী ভাবে দিতে হয়, সেটা গণতান্ত্রিকভাবে আগামিদিন মানুষ দেবে।”
এদিন ভার্চুয়াল সমাবেশ থেকে অভিষেক জানান, গত ১৬ তারিখ কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে চিঠি পাঠানো হয়েছিল। ৩ অক্টোবর সময় চাওয়া হয়েছিল তাঁর৷ গিরিরাজের সঙ্গে বৈঠক করার আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল৷ সেই চিঠির উত্তর পাঠিয়েছেন মন্ত্রী৷ অভিষেক বলেন, “গত রাতে উত্তর এসেছে। বলছেন উনি ব্যস্ত, থাকবেন না। আমরা বলেছি, ঠিক আছে আপনি ব্যস্ত থাকতেই পারেন, আপনার প্রতিমন্ত্রীকে বৈঠক করতে হবে। জবাব আপনাকে দিতেই হবে, টাকা আপনাকে ছাড়তে হবে।”
১০০ দিনের কাজ থেকে আবাস প্রকল্প, বারবার তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। এদিন পাল্টা অভিষেক বলেন, “বিজেপি বলে ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ২ হাজার লোক দুর্নীতি করছে বলে আড়াই কোটি মানুষের টাকা আটকে রাখবেন? এটা কেমন বিচার? এত ভয় কীসের?”