ইডির দফতরে হাজিরা অভিষেক, কড়া নিরাপত্তা বলয়ে সিজিও কমপ্লেক্স

ইডির দফতরে হাজিরা অভিষেক, কড়া নিরাপত্তা বলয়ে সিজিও কমপ্লেক্স

abhishek banerjee

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো এদিন ঠিক ১০টা ৪০ মিনিট নাগাদ বাড়ি থেকে বার হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘড়িতে তখন ১১টা বেজে ৫ মিনিট৷  সল্টলেক সিজিও কমপ্লেক্সের গেট দিয়ে ঢুকে আসে তাঁর কালো গাড়ি। 

বুধবারই সমন পাঠানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ বৃহস্পতিবার বেলা ১১টার সময় অভিষেককে আসতে বলা হয়েছিল৷ বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা সিজিও কমপ্লেক্স৷ 

এদিন অভিষেকের পরনে ছিল সাদা রঙের শার্ট। বাড়ি থেকে বেরনোর সময় গাড়ির কাচ নামিয়ে সেখানে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় তাঁকে৷  এর আগে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। সূত্রের খবর, আজ তাঁরই জমা দেওয়া নথি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বৃহস্পতিবার কট ঘণ্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটাই এখন দেখার৷ 

প্রসঙ্গত, ১০ অক্টোবর কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ইডির কাছে যাবতীয় নথি জমা করেছিলেন অভিষেক। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব ছাড়াও বিদেশ সফরের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছিল ইডি। একই সঙ্গে তাঁর নামে থাকা সংস্থার নথিও চাওয়া হয়েছিল৷ সে সবই জমা দিয়েছেন অভিষেক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =