চোখের সমস্যা ভোগাচ্ছে, চিকিৎসা করাতে হায়দরাবাদ ছুটলেন অভিষেক

চোখের সমস্যা ভোগাচ্ছে, চিকিৎসা করাতে হায়দরাবাদ ছুটলেন অভিষেক

কলকাতা: চোখের সমস্যা ভোগাচ্ছে তৃণমূলের ‘সেনাপতি’-কে৷ এই সমস্যা থেকে কিছুতেই যেন নিস্তার পাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার চিকিৎসা করাতে হায়দরাবাদে উড়ে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ 

 ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেকের গাড়ি। সেই সময়েই চোখে মারাত্মক আঘাত পান তিনি৷ বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর বিদেশে চোখের চিকিৎসা করান অভিষেক৷ অস্ত্রোপচারও করা হয়। আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন৷ কিন্তু এর পরেও বেশ কিছু সমস্যা রয়েই গিয়েছে৷

চলতি বছর গত অগাস্ট মাসেও আমেরিকায় গিয়েছিলে তিনি৷ সম্প্রতি নতুন করে সমস্যা বেড়েছে৷ দীর্ঘ সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার ফলে চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে অভিষেকের৷ ইনফেকশনজনতি সমস্যা তৈরি হয়েছে৷ তারই চিকিৎসা করাতে এবার হায়দরাবাদে গেলেন ডামন্ড হারবারের সাংসদ৷  শনিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে পাড়ি দেন তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =