‘আমার পদবি মোদী, মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই’, অভিষেক

‘আমার পদবি মোদী, মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই’, অভিষেক

 কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের জনসভা শুরু৷ ধর্মতলায় বক্তব্য রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন মিডিয়া ট্রায়াল নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ অভিষক বলেন, “আমি আমেরিকায় চিকিৎসা করাতে গিয়েছিলাম। কিন্তু সংবাদমাধ্যম এমন হাওয়া তুলল, যেন আমি পালিয়ে গিয়েছি। কিন্তু আমার পদবি মোদী নয়, চোক্সি নয়, মালিয়া নয় যে পালিয়ে যাব। আমার পদবি বন্দ্যোপাধ্যায়। চোখে চোখ রেখে লড়াই করার দীক্ষা রয়েছে আমাদের”।

 

২১ জুলাইয়ের সমাবেশের পর মেয়ো রোডের সভা থেকেও এবার উঠল ‘জিতেগা ইন্ডিয়া’ স্লোগান। সোমবার অভিষেক ‘জিতবে কে?’ বলে স্লোগান তুললেই, সমাবেশ থেকে আওয়াজ ওঠে, ‘ইন্ডিয়া’ আবার কে। উল্লেখ্য বিজেপিকে রুখতে এক ছাতার নীচে জোট বেঁধেছে ২৬টি সমমনস্ক দল বিরোধী রাজনৈতিক দল। বিরোধী সেই জোটেরই নাম রাখা হয়েছে ‘ইন্ডিয়া’।

এদিন সকালে টুইট করেছিলেন ছাত্র–যুবর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও সকলকে শুভেচ্ছা জানিয়ে  টুইটে লেখেন, ‘‌তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমার তরুণ সহকর্মীদের অনেক শুভেচ্ছা জানাই। তাঁদের দৃঢ়চেতা মনোভাব আমাদের দলের শক্তি এবং অগ্রগতির ভিত্তি৷ আগামী দিনে, আমাদের ছাত্র নেতারা হবে পরিবর্তনের স্থপতি, ভারত শুরু হবে সম্প্রীতির এক নতুন যুগ।’‌ 

ফি বছর আজকের এই দিনে, অর্থাৎ ২৮ অগাস্ট প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদ। এবারও ব্যতিক্রম নয়৷। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে  ছাত্রছাত্রীরা জমায়েত করছেন মেয়ো রোডে৷ গোটা রাস্তা সাজিয়ে তোলা হয়েছে পোস্টার‌, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং দলীয় পতাকায়৷  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় কোনও দোষীকে ছাড়া হবে না বলে আগেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, এই ঘটনায় ফের তিনি কোনও  বার্তা তিনি দিতে পারেন বলে মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *