CPM
কলকাতা: পাখির চোখ লোকসভা ভোট। কেন্দ্রের মসনদ থেকে মোদী সরকারকে হঠাতে এক ছাতার তলায় জোট বেঁধেছে অবিজেপি দলগুলি৷ জোটের কার্যকারিতা ঠিক করতে গঠিত হয়েছে সমন্বয় কমিটি। তবে তাতে নেই সিপিএমের কোনও সদস্য। অন্যদিকে আম আদমি পার্টির সঙ্গে হাত মেলাতে নারাজ সংশ্লিষ্ট রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে৷ এ বিষয়েই মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেকের কথায়, ‘‘সিপিএমের অবস্থান কী সেটা সিপিএম-ই বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সম মনোভাবাপন্ন প্রত্যেকটি দলকে অংশ নেওয়ার জন্য আমরা স্বাগত জানিয়েছি। এবার কোন দল কী পদক্ষেপ করবে, সেটা তাঁদের দলগত সিদ্ধান্ত।”
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির অন্যতম সদস্য হলেন অভিষেক৷ সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে আপাতত দিল্লি যাচ্ছেন তিনি৷ এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে সিপিএমের না থাকা নিয়ে মন্তব্য করেন ডায়মন্ডহারবারের সাংসদ৷
রাজনৈতিক মহলের একাংশের মনে করছে, জোটের মধ্যে নানা বিষয়ে মতান্তর হতে পারে। শেষ পর্যন্ত অনেকেই হয়তো জোটে থাকবেন না৷ তবে মোদী সরকারকে অবিজেপি দলগুলির জোট যে থাকবে, প্রকারন্তরে সে কথা বুঝিয়ে দেন অভিষেক।
দিল্লিতে সিপিএমের পলিটব্যুরোর দু’দিনের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্ত, ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে দলের কোনও সদস্য থাকবেন না। এদিকে, বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ইন্ডিয়া জোটকে আরও জোরদার করতে হবে৷ তবে সেখানে সমন্বয় কমিটির কথা উল্লেখ করা হয়নি। উল্টে সমন্বয় কমিটির প্রয়োজনীয়তা নিয়েই তারা প্রশ্ন তুলেছে। তাদের দাবি, রাজ্যস্তরে আসন সমঝোতা হবে৷ সর্বভারতীয় একটি কমিটি মাথার উপর রাখাটা নিষ্প্রয়োজন৷