‘থাকি বা না থাকি..’,দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে সাংসদ

‘থাকি বা না থাকি..’,দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে সাংসদ

abhishek banerjee

কলকাতা: তৃণমূলের তারকা সাংসদ কি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন? বাজেট অধিবেশনের শেষ দিনে সংসদের দাঁড়িয়ে তাঁর গলায় শোনা গিয়েছে বিদায়ী সুর৷ যা তাঁর রাজনৈতিক অবসরের জল্পনা আরও উস্কে দিয়েছে! তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বাংলার রাজনৈতিক মহলেও চাপানোতর চলছে। এরই মধ্যে খবর, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব৷ 

গতকাল লোকসভায় সংক্ষিপ্ত ভাষণে দেব বলেন, ‘আমি থাকি বা না থাকি…’৷ এর আগে সোশ্যাল মিডিয়াতেও সংসদ কক্ষের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার শেষ দিন।’  তিনি যে আর রাজনীতিতে থাকতে চাইছেন না, সে কথাও প্রায় বুঝিয়েই দিয়েছেন তিনি৷ এরই মধ্যে দেবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক৷ 

সামনেই লোকসভা ভোট৷ রাজনৈতিক দলগুলির মধ্যে তারকা মুখের যে বিশেষ চাহিদা থাকবে, তা খুবই স্বাভাবিক৷ তারকাদের নিয়ে কৌশলী পদক্ষেপ করতে চায় প্রায় সবকটি রাজনৈতিক দলই৷ চব্বিশের লোকসভা নির্বাচনে দেব ফের প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা, কৌতূহল তৈরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর ‘গুড বয়’ ফের প্রার্থী হবেন কিনা তা সম্ভবত ঠিক হবে ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই৷ যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “দেব তৃণমূলে ছিলেন। তৃণমূলেই থাকছেন।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =