সোমেই মুখোমুখি রাজ্যপাল-অভিষেক! বোস রাজভবনে ফেরার পরেই জানাল তৃণমূল নেতৃত্ব

সোমেই মুখোমুখি রাজ্যপাল-অভিষেক! বোস রাজভবনে ফেরার পরেই জানাল তৃণমূল নেতৃত্ব

abhishek banerjee

কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ দাবি দাওয়া নিয়ে রাজ্যপালের দুয়ারে শুরু হয়েছে ধর্না৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত ধর্না মঞ্চে অনড় থাকবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, এতদিন কলকাতাতেই ছিলেন না রাজ্যপাল৷ অপেক্ষা ছিল তাঁর ফেরার৷ অবশেষে তিনি ফিরলেন৷ রবিবার রাত ৮টা নাদাগ উত্তরবঙ্গ থেকে দমদম বিমানবন্দরে পা রেখেই তৃণমূল নেতৃত্বকে রাজভবনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল৷ সোমবারই তাঁর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই তৃণমূল সূত্রে খবর।

রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’ প্রতিবাদে রাজভবনের উত্তর ফটকের অনতিদূরে মঞ্চ বেঁধে চলছে শাসক শিবিরের ধর্না কর্মসূচি৷ রবিবার ছিল আন্দোলনের চতুর্থ দিন৷ এদিনই রাজ্যপাল বোস রাজভবনে ফেরার পরই তাঁর সঙ্গে যোগাযোগ করেন দলীয় নেতৃত্ব। এর পরেই অভিষেকের সঙ্গে বৈঠকের দিনক্ষণ জানানো হয়৷ 

তবে রবিবার রাতে দার্জিলিং থেকে ফিরে কোনও ভাবেই ধর্নারত অভিষেকের মুখোমুখি হননি বোস। নর্থ গেট এড়িয়ে তিনি ঢোকেন সাউথ গেট দিয়ে৷ সেই সঙ্গে সাক্ষাৎ নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা ঠিক হওয়াটা আগে দরকার, তারপর সাক্ষাৎ হবে। জানা গিয়েছে, রবিবার রাজভবনের তরফে আচমকাই মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়, ১৪৪ ধারা কার্যকর রয়েছে এমন এলাকায় মঞ্চ বেঁধে ধর্নার অনুমতি কি আদৌ দিয়েছে কলকাতা পুলিশ?  যদি দেওয়া হয়ে থাকে তবে কে দিলেন এবং কোন আইনে দিলেন?  

অভিষেক অবশ্য পাল্টা জবাবে বলেন, ‘‘রাজ্যপাল বলছেন, ১৪৪ ধারা যেখানে রয়েছে সেখানে কী ভাবে ধর্না হচ্ছে। অথচ বিজেপি সাত বার মিছিল করার পরেও কেন একথা বলেননি?’’ অভিষেকর কথায়, ‘‘২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বার ১৪৪ ধারা লঙ্ঘন করে কর্মসূচি করেছে বিজেপি। একাধিক বার বিজেপি বিধায়করা রাজভবনে মিছিল নিয়ে গিয়েছেন। রাজভবনের বাইরেই ভিড় জমিয়ে সাংবাদিক বৈঠক করেছেন। তখন রাজ্যপালের আইনশৃঙ্খলা নিয়ে কিছু মনে হয় না?’’ এর পরেই খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘‘রাজ্যপালকে মনে রাখতে হবে তিনি বাংলার রাজ্যপাল। তাঁর বিজেপির প্রতি দায়বদ্ধ না থেকে বাংলার প্রতি দায়বদ্ধ হওয়া উচিত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =