‘দুর্নীতি করলে শাস্তি হোক, বাছবিচার কেন?’ এসএসসি-কাণ্ডে দিলীপকে নিশানা অভিষেকের

‘দুর্নীতি করলে শাস্তি হোক, বাছবিচার কেন?’ এসএসসি-কাণ্ডে দিলীপকে নিশানা অভিষেকের

e9d8fd46f7414654ba3ee7410110040d

 কলকাতা: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ চলছে আক্রমণ পাল্টা আক্রমণের পালা৷ এরই মধ্যে বুধবার শহিদ মিনিরের মঞ্চ থেকে বিরোধীদের একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় কেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না? প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মমতার আর্জি খারিজ, জাতীয় সঙ্গীত অবমাননা মামলা বহাল

বুধবার শহিদ মিনার চত্বরে ছাত্র-যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ যেখানে অভিষেক সভা হচ্ছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ডিএ আন্দোলনকারীদের বিক্ষোভ মঞ্চ৷ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। সেখানে দাঁড়িয়েই অভিষেক বলেন, ‘‘যে বিপুল সংখ্যক মানুষ আজ শহিদ মিনারের নীচে এই মঞ্চে উপস্থিত হয়েছেন, তার চেয়ে তিন গুণ মানুষ রাস্তায় রয়েছেন। আমি ভেবেছিলাম, সভা শুরুর আগে শহিদ মিনারের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করে সভা শুরু করব। কিন্তু হাই কোর্টের বাধ্যবাধকতা মেনে এই সভা করতে হচ্ছে।’’ এর পরেই শহিদদের উদ্দেশে সম্মানজ্ঞাপন করে তৃণমূল সাংসদ বলেন, ‘‘বাংলাকে প্রতিনিয়ত লাঞ্ছনা এবং বঞ্চনা সহ্য করতে হচ্ছে। যারা গেল গেল রব তুলেছিল, বলেছিল, তৃণমূল দুর্বল হচ্ছে, তাদের চোখে আঙুল দিয়ে বলে দিতে চাই দিনের পর দিন তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে।’’

এসএসসি দুর্নীতি নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক৷ তিনি বলেন, ‘‘আমরা চাই যেখানে দুর্নীতি রয়েছে, শাস্তি হোক। যেখানে অভিযোগ রয়েছে, তদন্ত হোক। কিন্তু ‘পিক অ্যান্ড চুজ’ হবে না। যদি এসএসসিকাণ্ডে প্রসন্ন রায় থেকে দিলীপ ঘোষের বাড়ি থেকে দলিল উদ্ধার হয়, কেন দিলীপ ঘোষের ‘কাস্টোডিয়াল ইন্টারোগেশন’ হবে না? বিজেপি করলে কি আইন আলাদা?’’

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন