নয়া বেঞ্চেও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়! বহাল থাকল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ

নয়া বেঞ্চেও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়! বহাল থাকল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ

বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় ঘিরে যে রায় সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়, সেই রায়ে বাংলার রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে ওঠে। টান টান সেই রায়দানের পর যা বোঝা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত দুটি মামলা থেকে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে। সেই মামলার শুনানি ঘিরে ছিল নানা জট। কেটে গেল সেই জটই। সুপ্রিম রায়ের পরেও খুব বেশি আশার আলো দেখার জায়গায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ, কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিতে নিমরাজি। কলকাতা উচ্চ আদালত সেই মামলাতেই অভিষেককে স্বস্তি দিল না। বিষয়ের বিশদে আসা যাক- 
•    কলকাতা হাইকোর্টে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অব্যাহতি চেয়েছিলেন অভিষেক
•    কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি আবেদন জানান
•    সেই মামলাতেই আদালত  জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই রক্ষাকবচ পাবেন না
•    প্রয়োজন পড়লে তাঁকে জিজ্ঞাসাবাদ করার করার জন্য ডাকা হবে
এই একই পর্যবেক্ষণ করেছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে প্রয়োজন পড়লে ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে তিনি জানিয়েছিলেন। এবার দেখে নেওয়া যাক বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের  ঠিক পর্যবেক্ষণ-
•    আইনের ঊর্ধ্বে কেউ নন
•    তাহলে তদন্তে সহযোগিতা করতে অভিষেকের অসুবিধা কোথায়
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ও বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেন, ইডি ও সিবিআই তাঁকে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে তিনি নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে হেস্টিংস থানাতেও কুন্তল চিঠি দেন।সেই মামলাতেই বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষন ছিল, অভিষেককে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে এজেন্সি। এবার মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, যেখানে মামলাটির পুনর্বিবেচনা করার আবেদন জানান অভিষেকের আইনজীবী। পাশাপাশি, অভিষেক অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানান। সেই আবেদনের প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও, অভিষেকের আইনজীবী জানান, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেকের নাম কীভাবে আসে সেই বিষয়টিই স্পষ্ট নয়। সবটা শুনেই বিচারপতি অভিষেককে তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছেন। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 5 =