ইডির তলবে আজ সিজিওতে যাচ্ছেন না অভিষেক! নব জোয়ার আজ ভাঙড়ে

ইডির তলবে আজ সিজিওতে যাচ্ছেন না অভিষেক! নব জোয়ার আজ ভাঙড়ে

কলকাতা:  কয়লা পাচার মামলায় গত সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ইডি দফতর থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই তলব করা করা হয় তাঁর স্বামী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ যদিও অভিষেককে ডাকা হয় নিয়োগ দুর্নীতি মামলায়। সেই সময় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নাদিয়ার কৃষ্ণগঞ্জে ছিলেন তিনি৷ সেখান থেকেই অভিষেক জানিয়ে দেন, ভোটের আগে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷ তিনি বলেন,  “আমি কারও চাকর নই যে ডাকলেই যেতে হবে। নবজোয়ার শেষ হলেই পঞ্চায়েতের প্রচার। ৮ জুলাই ভোট মিটলে দেখা যাবে।”

আজ অর্থাৎ মঙ্গলবার ইডি দফতরে আসার কথা ছিল অভিষেকের। কিন্তু তিনি আজ সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না৷ এদিন ভঙড়ে নব জোয়ার কর্মসূচি রয়েছে তাঁর৷ জানা গিয়েছে, ইমেল মারফত ইডিকে তাঁর না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ অর্থাৎ ১৩ জুন হাজিরা দিতে পারবেন না অভিষেক।

সূত্রের খবর, মঙ্গলবার অভিষেকের কর্মসূচি ছিল বারুইপুর এলাকায়। তবে সোমবার রাতে সেই সূচিতে কিছুটা বদল আনা হয় এবং তিনি আজ ভাঙড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসন্তী হাইওয়ে লাগোয়া ভাঙড় বরাবরই রাজনৈতিকভাবে উত্তেজনাপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত। সোমবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসে। মনোনয়নপর্ব চলার মাঝেই এই এলাকায় অভিষেকের কর্মসূচি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nineteen =