দিল্লিতে কী কী কর্মসূচি রয়েছে তৃণমূলের, বাংলাতেই বা কী, সাফ জানালেন অভিষেক

দিল্লিতে কী কী কর্মসূচি রয়েছে তৃণমূলের, বাংলাতেই বা কী, সাফ জানালেন অভিষেক

abhishek banerjee

কলকাতা: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লি অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে রয়েছে মহা-কর্মসূচি। সেখানে দলের নেতৃত্ব দেবেন সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন একাধিক বিধায়ক ও সাংসদরা। এই দু’দিন রাজধানীতে ঠিক কী কর্মসূচি পালন করা হবে, শনিবার তা জানিয়ে দিলেন অভিষেক। শনিবার দুপুরে ভার্চুয়াল সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ সেখানেই তিনি জানান, তৃণমূলের এই কর্মসূচির নাম ‘ফাইট ফর রাইট’৷ অভিষেক আশ্বস্ত করে বলেন, “বাংলার মানুষ তাঁদের অধিকার পাবে, আমি কথা দিচ্ছি।” এই দু’দিন দিল্লিতে কী কী কর্মসূচি হবে, পাশাপাশি বাংলাতেই বা কী উদ্যোগ নেবেন নেতারা, তাও স্পষ্ট করে দেন অভিষেক৷ 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী ২ তারিখ ঘণ্টা দু’য়েক আমরা শান্তিপূর্ণভাবে রাজঘাটে বসব। রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদরা সেখানে থাকবেন। আমরা যখন রাজঘাটে বসব, পঞ্চায়েতের প্রধানরা তখন গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানাবেন। পারলে একটা মোমবাতি জ্বালাবেন। বিকেলে চাইলে শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিলও করতে পারেন।” বাংলার মানুষের প্রতি সমর্থন জানাতে এই মিছিল বলেই উল্লেখ করেন অভিষেক।

৩ তারিখ দিল্লির যন্তর মন্তরে একজোট হয়ে সভা করবে তৃণমূল। সকাল ১১টায় শুরু হবে কর্মসূচি৷ সেই কর্মসূচি সরাসরি দেখানো হবে বাংলার প্রতিটা পঞ্চায়েত এলাকায়৷ এর দায়িত্বে থাকবেন পঞ্চায়েত প্রধান বা অঞ্চল সভাপতিরা৷ অভিষেক বলেন, ‘‘৩ তারিখ যন্তর মন্তরে প্রতিবাদ সভা হবে। আমরা রামলীলা ময়দান চেয়েছিলাম যাতে ১ লক্ষ মানুষ সেখানে থাকতে পারেন৷ চারদিনের জন্য চেয়েছিলাম৷ দেয়নি। যেখানে অবস্থান বিক্ষোভ করতে চেয়েছি অনুমতি দেয়নি। তবে প্রতিবাদ সভা হবেই। আগামিদিন এই লড়াইয়ের দিক নির্দেশিকা দিল্লির মাটি থেকেই ঘোষণা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 12 =