সুকান্তকে ফোন করবে ২০ লক্ষ মানুষ, নম্বর জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের

সুকান্তকে ফোন করবে ২০ লক্ষ মানুষ, নম্বর জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের

abhishek

কলকাতা: রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে নয়া কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ১০০ দিনের কাজ করেও যাঁরা বঞ্চিত, সেই ২০ লক্ষ মানুষকে দলে দলে সুকান্তকে ফোন করার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তিনি বলেন, ‘‘আপনারা সকলে এই নম্বরে ফোন করে বলুন, আপনার এত ক্ষমতা, আপনি বললেই টাকা চলে আসবে। আপনি দয়া করে আমাদের টাকাটা আনিয়ে দিন। দু’বছর ধরে আমাদের বেতন আটকে আছে।’’ 

 আজ ধর্না মঞ্চে উপস্থিত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করার অনুরোধ করেন অভিষেক। রাজীব কিছুদিনের জন্য  বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ তাই তাঁর কাছে রাজ্য সভাপতির ফোন নম্বর থাকাটাই স্বাভাবিক। অভিষেক বলেন, ‘‘রাজীবদাকে খুব যত্ন করে বিজেপিতে নিয়ে গিয়েছিল, আমি ওঁকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে সুকান্ত মজুমদারের ফোন নম্বর আছে? রাজীবদা বললেন, দু’টি নম্বর আছে।’’  রাজীব বলেন, ‘‘আমার কাছে সুকান্তের দু’টি নম্বর আছে। তবে জানি না এখনও এই নম্বরগুলি সক্রিয় আছে কি না। যদি ফোন না লাগে, তবে জনপ্রতিনিধি হিসাবে ওঁর কর্তব্য নিজের নম্বর প্রকাশ্যে আনা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রশ্নের জবাব দেওয়া।’’ তার পরেই মাইকে ফোন নম্বর দু’টি পড়ে শোনান রাজীব। 

সুকান্তকে ফোন করার কর্মসূচি ঘোষণা করলেও অভিষেক সাউ জানান, কেউ ফোন করে গালিগালাজ করবেন না৷ অভিষেকের কথায়, ‘‘ওঁকে সকলে ফোন করুন। ভদ্র ভাবে বলুন টাকা আনিয়ে দেওয়ার কথা। বার বার বলছি, ফোন করে ভদ্র ভাবে কথা বলুন।’’

পাশাপাশি এদিন মঞ্চ থেকে একটি অডিয়োও শোনান অভিষেক৷ তাঁর দাবি, সেখানে সুকান্তের গলা শোনা গিয়েছে৷ যেখানে তিনি বলেছেন, ‘‘২০০০ কোটি টাকা পড়ে আছে। সুকান্ত মজুমদার একটা ফোন করবে, টাকা চলে আসবে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =