গবেষণার জন্য যোগী-রাজ্যকে বেছে নিলেন নোবেলজয়ী বঙ্গসন্তান অভিজিৎ, আলোচনাও শেষ

গবেষণার জন্য যোগী-রাজ্যকে বেছে নিলেন নোবেলজয়ী বঙ্গসন্তান অভিজিৎ, আলোচনাও শেষ

abhijit vinayak banerjee

কলকাতা: তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ খাস কলকাতার ছেলে৷ বিদেশে থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক মধুর৷ তবে পশ্চিমবঙ্গ নয়, বৃহত্তর কাজের জন্য যোগী রাজ্য উত্তরপ্রদেশকে বেছে নিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কী ভাবে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা নিয়েই গবেষণা চালাবেন বিনায়ক। এই গবেষণা বাস্তবের মাটিতে কতটা কার্যকর হবে তা পরীক্ষানিরীক্ষার জন্যই তিনি বেছে নিয়েছেন উত্তরপ্রদেশকে। এ প্রসঙ্গে প্রথম শ্রেণির এক সংবাদমাধ্যমকে বিনায়ক বলেন, ‘‘উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করে কথা হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজে চলছে। এখনই গবেষণার বিষয়ে বিশদে বলা যাবে না।’’ জানা গিয়েছে, মঙ্গলবার দীর্ঘক্ষণ যোগী আদিত্যনাথের সঙ্গে কথা হয়েছে নোবেলজয়ীর৷ অভিজিতের সঙ্গে যোগীরাজ্যে গিয়েছিলেন রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =