বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে সরানো উচিত বিদ্যুৎকে, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে সরানো উচিত বিদ্যুৎকে, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

abhijit ganguly

কলকাতা: বারবার বিতর্কে নাম জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি মামলাও হয়েছে৷ সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিদ্যুৎ চক্রবর্তীকে সরানো উচিত৷

মানস মাইতি নামে এক অধ্যাপক তথা বিজ্ঞানীকে প্রকল্প থেকে সরিয়ে দেন বিশ্বভারতীর উপাচার্য। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওই অধ্যাপক কলকাতা হাই কোর্টে মামলা করেন। তার পরিপ্রেক্ষিতেই এমনই পর্যবেক্ষণ রাখলেন বিচারপতি।

২০০৫ সাল থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন মানস মাইতি। সিইআরএন নামে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০২১ সালে উপাচার্যের কোনও এক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপকেরা। অভিযোগ, তার পর নাকি ছ’ঘণ্টারও বেশি সময় ধরে অধ্যাপকদের আটকে রাখা হয়। এই ঘটনার প্রতিবাদ করেন মানস। তিনি পুলিশ ডেকে এনে অধ্যাপকদের মুক্ত করেন। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং শামিম আহমেদ জানিয়েছেন, এর পরেই মানসকে শোকজ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শোকজ লেটারে বলা হয়, তিনি অন্য বিভাগের বিষয়ে নাক গলাচ্ছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়। এই শোকজের নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মানস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =