‘দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করব’, বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার অভিজিতের

‘দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করব’, বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার অভিজিতের

cc9ed841d3b2fb01859b3d085bf59da0

কলকাতা: আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি যে ৭ তারিখ বিজেপি-তে যোগ দেবেন, সে কথা আগেই ঘোষণা করেছিলেন৷ এমনকি দল টিকিট দিলে তিনি ভোটে লড়বেন বলেও জানান৷ 

বৃহস্পতিবার পদ্মশিবিরে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সর্বভারতীয় দলে যোগ দিলাম। এটি এমন একটি দল যার মাথায় রয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহর মতো নেতারা৷ আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে আগামী দিনে কাজ করতে চাই। আজ আর বিশেষ কিছু বলার নেই আমার। এখন আমাদের একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া। যাতে ২০২৬ সালে তারা কোনও ভাবে ক্ষমতায় আসতে না পারে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই শুরু করতেই বিজেপিতে যোগ দিয়েছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, সেটা পালন করব।’’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘সর্বভারতীয় দলে যোগ দিচ্ছি, ভালো লাগছে,’ বিজেপি অফিসে যাওয়ার আগে জানালেন অভিজিৎ

‘সর্বভারতীয় দলে যোগ দিচ্ছি, ভালো লাগছে,’ বিজেপি অফিসে যাওয়ার আগে জানালেন অভিজিৎ

a55b03fcb2385bbcfcc7ee0db081e0cf

কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা৷ বেলা সাড়ে ১২টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১২টার কিছু পরে সল্টলেকের বাড়ি থেকে বেরোন তিনি। সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘‘আমি বিজেপিতে যোগ দিতে চলেছি। বিজেপি নেতারা এখানে এসেছেন। আমার বেরোতে পাঁচ-সাত মিনিট দেরি হয়ে গেল। আমার খুব ভাল লাগছে। আজ সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে, তা তা পালন করব।’’ অগ্নিমিত্রা বলেন, ‘‘আমি অভিজিৎবাবুকে নিয়ে যেতে এসেছি। আমরা ওঁকে সোজা সল্টলেকের অফিসে নিয়ে যাব। সেখানেই যোগদান কর্মসূচি হবে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *