ED-র উপর হামলাকারীরা ভারতের নাগরিক নাকি নৌকায় ঢুকেছে, প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ED-র উপর হামলাকারীরা ভারতের নাগরিক নাকি নৌকায় ঢুকেছে, প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ED  abhijit gangopadhyay

কলকাতা: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় বিভিন্ন মহলে৷ এই ঘটনা শোনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘তদন্তকারীরা যেভাবে মারধর খেয়েছেন তাঁদের যে ভাবে মারা হয়েছে, তাতে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছি না, রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন তা ঘোষণা করছেন না? এবার হামলাকারীদের আসল পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি৷ 

শুক্রবার রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে আহত ইডি আধিকারিকদের দেখতে গিয়ে তিনি বলেন, ‘‘যাদের লেলিয়ে দেওয়া হল, তারা ভারতবর্ষের নাগরিক তো? অন্য কোনও জায়গার নয় তো? তারা নৌকা করে ঢোকেনি তো? সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারা কাকে আশ্রয়।” যদি উপযুক্ত তদন্ত হয়, তাহলে কারা কাকে আশ্রয় দিচ্ছে, সেটা জানা যাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =