কলকাতা: বিচারপতির আসন ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ আনুষ্ঠানিক ভাবে ‘গেরুয়া’ হবেন তিনি৷ পদ্নের ধ্বজা হাতে শুরু করবেন অন্য লড়াই৷ এদিন সকালে সল্টলেকে তাঁর বাসভবনে পৌঁছে যান রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পাল ও যুবনেতা সজল ঘোষ। কেন এই আগমন? অগ্নিমিত্রা বলেন, ‘‘আমরা ওঁকে নিয়ে যেতে এসেছি।’’
পর্যবেক্ষকদের একাংশের মতে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে পাওয়াটা বিজেপি’র কাছে নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ৷ গেরুয়া শিবিরে তাঁর যোগদানকে ভিন্নমাত্রায় পৌঁছে দিতেই কার্যত ‘জামাই আদর’ করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে রাজ্য বিজেপিতে অনেক হেভিওয়েটই যোগ দিয়েছেন৷ সদ্যই মাদী পরিবারের অংশ হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। একুশের বিধানসসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু, তাঁদের কাউকেই বাড়ি বয়ে গিয়ে নিয়ে আসা হয়নি৷ সে ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চিতভাবেই ব্যতিক্রম৷