abhijit das
কলকাতা: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক ছিলেন তিনি৷ কিন্তু দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই৷ রেশন বন্টন দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়ার মেরুন ডায়েরি সম্পর্কেও তাঁর কিছু জানা নেই৷ এমনটাই দাবি অভিজিৎ দাসের। তিনি এও জানান, পারিপার্শ্বিক চাপের কারণেই ২০১৪ সালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়কের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল তাঁকে৷
তাঁর কথায়, ‘‘১৯৯১ সাল থেকে পূর্ব রেলের ক্যাটারিংয়ে চা ও কফি সরবরাহের বরাতের ব্যবসা করছি। এখনও পর্যন্ত ওই ব্যবসায় দুর্নীতির কোনও চিহ্ন নেই। আমার বিরুদ্ধেও কোনও অভিযোগ নেই।’’
অভিজিতের দাবি, ২০১১ সালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর আপ্ত সহায়কের পদে যোগ দিয়েছিলেন। পরে তাঁর মনে হয় এই পদে কাজ করাটা সুবিধাজনক হচ্ছে না। তিনি আরও বলেন, ওখানে (মন্ত্রীর কাছে) বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা লেগেই থাকত। তার জেরে পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছিল। তাই বেরিয়ে আসেন। কিন্তু, এই অভিজিতের বাড়ি থেকেই বাজেয়াপ্ত হয় একটি মেরুন ডায়েরি৷ যেখানে নানা আর্থিক লেনদেনের হিসাবে রয়েছে বলে ইডির দাবি। ওই ডায়েরিতে একাধিক জায়গায় ‘বালুদা’-র নামে আর্থিক লেনদেনের হিসাব রয়েছে৷ ডায়েরি প্রসঙ্গে অভিজিতের বক্তব্য, ‘‘আমি ডায়েরি লিখতাম। ওটা আমার কাছেই রেখেছিলাম। তবে সে সম্পর্কে আমি কিছু বলতে পারব না। ঘটনার তদন্ত করছে ইডি।’’