আব্বাস সিদ্দিকীর দলকে বাম-কংগ্রেস জোটে ‘স্বাগত’! বড় ইঙ্গিত মিশ্র’র

আব্বাস সিদ্দিকীর দলকে বাম-কংগ্রেস জোটে ‘স্বাগত’! বড় ইঙ্গিত মিশ্র’র

77136a91a55478b8cb5271a382c8b064

বারাসত: আগামী ২১ জানুয়ারি নতুন দল নিয়ে রাজনৈতিক ময়দানে পা রাখার কথা জানিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। আর তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তাঁকে পূর্ণ সমর্থনের ইঙ্গিত দিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। শনিবার বারাসাতে একটি দলীয় বৈঠকের পর সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র সাংবাদিকদের বলেন, ‘আব্বাস সিদ্দিকী যা বলেছে তা সাম্প্রদায়িক নয়, বরং বহুজনের কথাই তিনি বলছেন। আমাদের অবস্থান পরিস্কার। ধর্মনিরপেক্ষ শক্তির জোট চাই আমরা।’

সূর্যকান্ত মিশ্র এদিন আরও বলেন, সর্বতভাবে আব্বাস সিদ্দিকীর দল থাকছে বাম-কংগ্রেস জোটে। তিনি এও বলেন, ধর্মনিরপেক্ষ হয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে, মানুষের জন্যই এই জোট৷ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করবেন। তবে এদিন এই সিপিএম নেতা মিমে’র বিষয়ে কিছু মন্তব্য করেননি৷ মিম’কে সাম্প্রদায়িক দল বলতেও চাননি তিনি। এদিনের সাক্ষাৎকারে সূর্যকান্ত মিশ্র কৃষি আইনের বিরোধিতায় বলেন, ‘আমরা এর আগেও ২০১৪ সালে তৃণমূল সরকারের বিধানসভায় আনা কৃষি বিলের বিরোধিতা করেছি এবং তা বাতিল করার দাবি জানিয়েছি। এবং বর্তমানে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতাও আমরা করছি সর্বতভাবে।’

শনিবার রাজ্য সফরে আগত বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডাকে এদিন ‘পচা লোক’ বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি এও বলেন, নাড্ডা কৃষকদের সর্বনাশ করতে তাদের এই কৃষি আইনের উপযোগিতা বোঝাচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন নিয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে গঠিত কমিটিকে এদিন কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র। ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করার দাবিও জানান এই সিপিএম নেতা। তিনি এ বিষয়ে উল্লেখ করেন, ২৬ জানুয়ারি ‘প্রজাতন্ত্র দিবস’ পালিত হলে ২৩ জানুয়ারিও ‘দেশপ্রেম দিবস’ পালন করা উচিত। এই প্রসঙ্গে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারকে সরাসরি কটাক্ষ করে বলেন, তারা এই বিষয়ে ভাবনা চিন্তা না করে লোক দেখানো কমিটি গঠন করে দায় সারছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *