ভোটের ময়দানে সংযুক্ত মোর্চার ‘T-20’ ধামাকা! ‘ম্যান অব দ্য ম্যাচ’ আব্বাস!

ভোটের ময়দানে সংযুক্ত মোর্চার ‘T-20’ ধামাকা! ‘ম্যান অব দ্য ম্যাচ’ আব্বাস!

 

কলকাতা: বাংলার নির্বাচনী ময়দানে এখন রমরমা ‘খেলা হবে’ শ্লোগানের। আর এর মাঝেই নিজেদের নির্বাচনী প্রচারের দামামা বাজিয়ে, দুই কঠিন প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শুক্রবারের বাম-কংগ্রেস মহাজোটের ব্রিগেড সমাবেশ। তবে এই সমাবেশে বাম ও কংগ্রেস নেতাদের স্বমহিমায় দেখা গেলেও সভার মধ্যমণি ছিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। তাকে ঘিরে এদিনের ব্রিগেড ময়দানে ছিল আলাদা এক উন্মাদনা। সভায় প্রবেশ করার সময় উপস্থিত জনতার ‘আব্বাস-আব্বাস’ ধ্বনি থেকে শুরু করে তার বক্তব্যের সময় উছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর সেই উছ্বাসকেই ‘বোনাস’ হিসেবে কাজে লাগিয়ে মাইক্রোফোন হাতে বাংলা থেকে মমতাকে জিরো রানে আউট করা, কেন্দ্র থেকে মোদীর বিজেপি সরকারকে গদিচ্যুত করার বার্তা দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা।

এদিনের ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকি প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘‘আজ ব্রিগেড সমাবেশের এই বিপুল সফলতায় সবচেয়ে বেশি আক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷” পাশাপাশি তিনি তৃণমূল সরকারকে উৎখাতের দাবি তুলে বলেন, “যে সরকার বাংলার মানুষের স্বাধীনতা কেড়েছে, সেই সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করতেই হবে৷” এসবের পাশাপাশি এদিন পীরজাদা আব্বাস জোটের প্রসঙ্গে সভা থেকেই খোলাখুলিভাবে বলেন, “তোষণের রাজনীতি নয়, লড়াইয়ের ভাগিদার হতে এসেছি৷”

উল্লেখ্য, এদিনের সমাবেশে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া ভাষায় কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “মোদি-মমতা একে অপরের পরিপূরক। ওরা চাইছে, রাজ্যে তৃণমূল আর বিজেপি ছাড়া আর অন্য কোনো শক্তি না থাকুক। আর আমরা বলছি, আগামী দিনে বাংলায় তৃণমূল বা বিজেপি নয়, শুধু সংযুক্ত মোর্চা থাকবে৷” অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি এদিনের ভরা ব্রিগেডে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘একসঙ্গে তর্জা গান গাইছে তৃণমূল ও বিজেপি। আজকের ব্রিগেড সমাবেশও ভণ্ডুল করার চেষ্টা করেছিল এই দুই দল। মানুষ তা হতে দেয়নি। আজ সমাবেশ ঐতিহাসিক সমাবেশ৷” পাশাপাশি সূর্যকান্ত মিশ্র তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী এদিকে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাবেশ করতে গিয়ে পুরো তৃণমূল দলটাই বিজেপি হয়ে গেল৷”

রবিবারের বারবেলায় জনস্রোতের ব্রিগেড ময়দানে বাম ও কংগ্রেস নেতাদের রমরমা ও বাক-কামানে কেন্দ্র ও রাজ্য দায়ী সরকারকে কটাক্ষ করতে দেখা গেলেও, এদিনের ব্রিগেডে মূল আকর্ষণ ছিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকি। আর তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপি ও তৃণমূলের লম্বা টেস্ট সফরের মাঝে সংযুক্ত মোর্চার ‘টি-টোয়েন্টি’ ব্রিগেড সমাবেশে ‘ম্যান অব দ্য ম্যাচে’র খেতাব নিয়ে গেলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =