শক্তি বাড়াচ্ছে আপ! এবার প্রধানমন্ত্রীর পাড়ায় রোড শো কেজরিওয়ালের

গুজরাটের পুরভোটে সাফল্যের পর এই রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন আম আদমি পার্টির প্রধান

সুরাট: যে রাজ্যের রাজনীতির আঙিনা থেকে উঠে এসেছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টির আধিপত্য নিশ্চিত থাকবে, তা বলাই বাহুল্য। এতদিন ছিলও তাই। কিন্তু সম্প্রতি এক বিরোধী দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কপালে খানিক চিন্তার ভাঁজ পড়েছে গুজরাটের শাসকদলের। স্থানীয় পুরভোটে অপ্রত্যাশিত সাফল্যের পর গুজরাটে শক্তি বৃদ্ধিতে এখন মরিয়া আম আদমি পার্টি (AAP)।

শুক্রবার গুজরাটের সুরাট জেলায় এক বড়সড় রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। পুরভোটে সাফল্যের পরেই গুজরাটে শক্তি বিস্তারের দিকে নজর দিয়েছে আপ নেতৃত্ব। মাত্র কিছুদিন আগে সম্পন্ন হওয়া গুজরাটের পুরোভোটে দেখা গেছে, সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপ পেয়েছে মোট ২৭টি আসন। বিজেপি ক্ষমতা ধরে রাখলেও প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আম আদমি পার্টি, যার ফলে আপ নেতৃত্বের মধ্যে সঞ্চারিত হয়েছে নতুন উদ্যম।

আপ নেতৃত্বের উপর ভরসা রাখার জন্য গুজরাটের মানুষের কাছে আপ্লুত দলপ্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদিন আম আদমি পার্টির অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে কেজরিওয়ালের সুরাটে রোড শোয়ের ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, “আপ ন্যাশনাল কনভেনর শ্রী অরবিন্দ কেজরিওয়াল ২৬ ফেব্রুয়ারি গুজরাটে যাচ্ছেন। আপের মডেল উন্নয়নে বিশ্বাস রাখার জন্য তিনি গুজরাটের মানুষকে ধন্যবাদ জানাবেন। সুরাটে একটি রোড শোয়ের মাধ্যমে গুজরাটবাসীর সঙ্গে দেখা করবেন তিনি।”

এদিকে গুজরাটে পুরভোটে সাফল্যের পর দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গতকাল জানান বর্তমানে ভারতে বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে একমাত্র আপের নাম। তাঁর কথায়, “কংগ্রেস সব জায়গা থেকেই মুছে যাচ্ছে। সুরাটে কংগ্রেস একটিও আসন পায়নি। গোটা দেশে আম আদমি পার্টিই একমাত্র দল যারা গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *