ভারতে প্রথম প্রতিরোধী অ্যান্টিবডি ইনজেকশন প্রয়োগ

ভারতে প্রথম প্রতিরোধী অ্যান্টিবডি ইনজেকশন প্রয়োগ

গুরুগ্রাম: ভারতে প্রথম কোভিড প্রতিরোধী অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন দেওয়া হল একজনকে৷ বুধবার হরিয়ানার মেদান্ত হাসপাতালে এই ওষুধ দেওয়া হয় ৮২ বছরের এক বৃদ্ধকে ৷ গত বছর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন তাঁকেও এই ইনজেকশন দেওয়া হয়েছিল ৷ তারপরেই এই ইঞ্জেকশন প্রচারের আলোয় আসে।

জানা গিয়েছে, হরিয়ানার বাসিন্দা ৮২ বছরের ওই বৃদ্ধের নাম মহব্বত সিং৷ করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন তিনি৷ গত পাঁচদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর ৷ হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার মহব্বত সিংকে কোভিড প্রতিরোধী অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন দেওয়া হয়৷ ভারতে প্রথম এই ককটেল ইঞ্জেকশন দেওয়া হয় তাঁকে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি।

মেদান্ত হাসপাতালের এমডি এবং চেয়ারম্য়ান ডা. নরেশ ত্রেহান জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীকে যদি প্রথমেই অ্য়ান্টিবডি ককটেল ইনজেকশন দেওয়া যায়, তবে তার সুফল মিলবে ৷ আসলে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পরই বংশবিস্তার শুরু করে এবং একের পর এক কোষের ওপর হামলা চালায় ৷ কিন্তু অ্যান্টিবডি ককটেল ইনজেকশন সেই বংশবিস্তার প্রক্রিয়াকে থামিয়ে দেয় ৷ আর তাতেই কার্যক্ষমতা হারায় কোভিড ভাইরাস ৷ শেষমেশ নষ্ট হয়ে যায় সেটি৷ ওই হাসপাতালের চিকিৎসক সত্যপ্রকাশ যাদব টুইটারে লেখেন, ‘অবশেষে এই মোনেক্লোনাল অ্যান্টিবডি ককটেল বাজারে পাওয়া যাচ্ছে এবং এই প্রথম কোনও করোনা আক্রান্ত ব্যক্তিকে এই ইঞ্জেকশন দেওয়া হল৷ আশা করি এটি আরও অনেক কোভিড রোগীকে সুস্থ করতে সাহায্য করবে৷’

দু’দিন আগে সোমবারই রশের তৈরি এই ইনজেকশনের প্রথম দফার কনসাইনমেন্ট ভারতের বাজারে ছাড়া হয়৷ ভারতে এই ককটেল ইনজেকশন উৎপাদনের দায়িত্বে রয়েছে সিপলা লিমিটেড৷ করোনা প্রতিরোধী অ্যান্টিবডি এই ইঞ্জেকশনের একটি ডোজের দাম প্রায় ৬০ হাজার টাকা। যা সাধারণ মানুষের জন্য অনেকটাই খরচসাপেক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =