ভোটার তালিকার নাম তুলতে আর বাধ্যতামূলক নয় আধার, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন

ভোটার তালিকার নাম তুলতে আর বাধ্যতামূলক নয় আধার, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশন

aadhaar

নয়াদিল্লি: ভোটার তালিকার নাম তুলতে আর বাধ্যতামূলক নয় আধার নম্বর৷ পরিচয় প্রমাণের জন্য ভোটাররা আর আধার নম্বর দিতে বাধ্য থাকবেন না। সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নিবন্ধনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে৷ কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছে কমিশন৷

বর্তমানে, ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য নতুন ভোটারদের ফর্ম ৬ এবং ফর্ম ৬বি পূরণ করতে হয়। ওই দুই ফর্মেই ভোটারদের আধার নম্বরের তথ্য দিতে হয়। এদিন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানায়,  দেশের ভোটার হিসাবে পরিচয় পেতে ভোটার তালিকায় নাম নিবন্ধনের সময় আধার কার্ডের বিবরণ চাওয়া হয়। তবে এমনটা নয় যে আধার ছাড়া ভোটার পরিচয়পত্র তৈরি করা যাবে না।

নতুন ভোটারদের নাম নিবন্ধনের জন্য ফর্ম ৬ এবং ফর্ম ৬বি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালতে একটি মামলা করা হয়েছিল। ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে গিয়ে, আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মামলা করেছিলেন তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি জি নিরঞ্জন। ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর বিধি ২৬-এর বি সম্পর্কে স্পষ্ট করা হোক বলে দাবি জানিয়েছিলেন আবেদনকারী।

মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে৷ সেই সময় নির্বাচন কমিশন জানায়, ভোটার নিবন্ধন (সংশোধনী) বিধিমালা ২০২২-এর ২৬-এর বি ধারা অনুযায়ী, আধার নম্বরের বিশদ দেওয়া কখনই বাধ্যতামূলক নয়। তবে এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে অস্পষ্টতা রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *