জন্মের প্রমাণপত্র হিসাবে আর গ্রহণযোগ্য নয় আধার, জানাল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক

জন্মের প্রমাণপত্র হিসাবে আর গ্রহণযোগ্য নয় আধার, জানাল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক

aadhaar

নয়াদিল্লি: জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসাবে আর আধার কার্ড গ্রাহ্য হবে না৷ বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আধার নম্বরকে কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু তা কোনওভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণীয় নয়৷

সম্প্রতি ইপিএফও-তে আধার কার্ডকে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা নিয়ে কিছু টানাপোড়েন তৈরি হয়। ইপিএফও-তে বহু সদস্য নিজেদের জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড জমা দেন। সেটা মেনেও নেয় শ্রমমন্ত্রক। বিভিন্ন ব্যাঙ্কের কেওয়াইসির ক্ষেত্রেও অনেকে আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করে থাকেন৷ পাসপোর্টের ক্ষেত্রেও আধারকে জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণ করার রেওয়াজ রয়েছে৷  তবে বিভিন্ন ক্ষেত্রে আধারকে আর জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না৷ এই প্রবণতা বন্ধ করতে হবে বলেই জানাচ্ছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক৷ আধার কর্তৃপক্ষের তরফে ইপিএফও-কে সাফ জানানো হয়েছে যে, আধার কার্ড বা আধার নম্বরকে কোনও ব্যক্তির জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে যেন গ্রহণ করা না হয়। আধার শুধুমাত্র ব্যক্তির পরিচয়পত্র হিসাবে গৃহীত হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =