উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে এবার বাধ্যতামূলক আধার নম্বর, বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দফতরের

উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে এবার বাধ্যতামূলক আধার নম্বর, বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দফতরের

892a876355bb2c31626170551870c14d

কলকাতা: আধার একটি অতি গুরুত্বপূর্ণ নথি৷ এ বার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক হচ্ছে আধার নম্বর। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধার নম্বর ছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। তাই এখন থেকে ছাত্রছাত্রীরা যাবে এ বিষয়ে অবগত হতে পারেন, সেই জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সংসদের তরফে উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায় এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন। ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীর উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে৷ চলতি শিক্ষাবর্ষেই উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের আধার নম্বর ১৬ অগাস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে হবে। আর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী অর্থাৎ যাঁরা ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তাঁদের আধার নম্বর আপডেট করতে হবে ১৬ অগাস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে। যদি কোনও ছাত্রছাত্রী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করাতে না পারেন, সে ক্ষেত্রে ৩-১০ নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করানোর সুযোগ থাকছে। শিক্ষা দফতর জানাচ্ছে, নতুন এই পদ্ধতি সম্পর্কে যাতে ছাত্রছাত্রীরা দ্রুত অবগত হতে পারে, সেই কারণেই আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার বিষয়টি অনেক দিন আগেই জানিয়ে দেওয়া হল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *