নয়াদিল্লি: সারা দেশের মানুষ যখন নিজেদের সচিত্র পরিচয়পত্রকে কেন্দ্র করে দুশ্চিন্তায় দিন গুজরান করছে, ঠিক সেই সময়েই আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞতি প্রকাশিত হল। সচিত্র পরিচয় হিসেবে আধার কার্ডে গুরুত্ব কারোও অজানা নয়৷ সেই কার্ডে তথ্যের ভূলভ্রান্তি থাকলে, তা মোটেও অবহেলা করার বিষয় নয়। তথ্যের এই ভুল ভ্রান্তির কারণে দেশের মানুষজন যাতে অস্বস্তিতে না পরে সেদিক বিবেচনা করে ইউআইডিএআই একটি জরুরি বিজ্ঞতি জারি করেছে৷
এদিন কেন্দ্রের তরফে সোস্যাল মিডিয়ায় তথ্য প্রকাশ করা হয়েছে৷ জানানো হয়েছে, কার্ড হোল্ডারদের আধার কার্ডের তাঁদের দেওয়া ব্যক্তিগত তথ্যের কোনো ভুল ত্রুটি সংশোধন করার জন্য এবার আর কোনো ডকুমেন্ট পেশ করতে হবে না। এক্ষেত্রে নির্দিষ্ট অফিস থেকে ঐ ব্যক্তিকে এই সংশোধন সংক্রান্ত একটি ফর্ম সংগ্রহ করতে হবে৷ এরপর নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য ঐ ফর্মে লিখে তা গ্রুপ এ, গ্রুপ বি গেজেটেড অফিসার, সরকারি শিক্ষা সংসদের অধিকর্তা, স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদ, কাউন্সিলার, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য প্রভৃতি পদে থাকা ব্যক্তিদের দিয়ে প্রত্যয়িত করতে হবে।
উক্ত পদাধিকারীরা ওই ফর্ম প্রত্যয়িত করে দিলেই কোনও রকম নথি পেশ না করেই ওই ব্যক্তির আধার কার্ডের নাম, জন্মতারিখ, ঠিকানা, বয়স যাবতীয় ব্যক্তিগত তথ্যের অনায়াসেই পরিবর্তন করা সম্ভব হবে৷