কেশপুর: ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয় দফা ভোট গ্রহণের শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছে দুই মেদিনীপুরে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভয়ংকর পরিস্থিতি প্রায় প্রতিটি কেন্দ্রেই। পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টের উপর হামলা চালাল স্থানীয় তৃণমূল কর্মীরা। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ‘সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল’, জানালেন কেশপুরের বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ।
কেশপুর বিধানসভা কেন্দ্রের ১৭৩ নম্বর বুথের বিজেপির মহিলা পোলিং এজেন্টের উপর আক্রমণ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের উপর। অভিযোগ করা হয়েছে, স্থানীয় বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি করে যখন ১৭৩ নম্বর বুথের দিকে যাচ্ছিলেন ওই মহিলা পোলিং এজেন্ট, ঠিক তখনই এক দল তৃণমূল কর্মী ওই গাড়ির ওপর ইট বৃষ্টি শুরু করে। কোনোরকমে রক্ষা পান বিজেপির মহিলা পোলিং এজেন্ট। আহত অবস্থায় তাকে তড়িঘড়ি কাছে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কার্যত চুরমার করে দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতা তন্ময় ঘোষের স্করপিও গাড়িটি। তিনি জানিয়েছেন, “তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে। তারা শান্ত ও অবাধ নির্বাচন চায় না। কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে আছে।”