টিকা নিয়ে কী হবে? ফায়দা দেবে ‘পাউচ’, মদের লাইনে দাবি মহিলার

টিকা নিয়ে কী হবে? ফায়দা দেবে ‘পাউচ’, মদের লাইনে দাবি মহিলার

নয়াদিল্লি: ক্রমশ করুণ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি৷ হু হু করে বাড়ছে সংক্রমণ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ ছুঁই ছুঁই৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা গোটা দেশ। এই পরিস্থিতির মধ্যে রাজ্যে ৬ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ আজ রাত থেকেই তা কার্যকর করা হবে৷ এরই মধ্যে আজ সকালে মদের দোকানে লাইন দিলেন এক মহিলা৷ 

আরও পড়ুন- লকডাউনের পথেই হাঁটল রাজধানী! আজ রাত থেকেই কার্যকর

সোমবার লডাউন শুরু হওয়ার আগে শিবপুরী গীতা কলোনি একটি মদের দোকানের বাইরে দেখা গেল মাঝ বয়সী এক মহিলাকে৷ লকডাউন শুরু হওয়ার আগে মদ কিনতে এসেছেন তিনি৷ ওই মহিলা জানান, একটি বোতল এবং দুটি পাউচ কিনেছেন তিনি৷ কিন্তু কেন তিনি হঠাৎ মদ কিনছেন? ওই মহিলা জানান, তিনি মদ কিনছেন, কারণ এতে অ্যালকোহল আছে৷ কোভিড টিকাতেও ভরস নেই তাঁর৷ ওই ভদ্রমহিলার কথায়, ‘‘ইনজেকশনে কোনও লাভ নেই৷ অ্যাকোহল অনেক বেশি লাভদায়ী৷’’ তিনি বলেন, ‘‘আমার ওষুধে কোনও কাজ হবে না৷ কিন্তু এই পেগ খেলে কাজ হবে৷ ৩৫ বছর ধরে আমি মদ খাচ্ছি৷ কোনও ডোজ নিতে হয়নি৷ রোজ এক পেগ খেলেই কাজ হয়ে যাবে৷’’ শুধু তাই নয়, তিনি মনে করেন অ্যালকোহল খেলে হাসপাতালেও যেতে হবে না তাঁকে৷ তাই লকডাউন হলেও মদের দোকান খোলা রাখা উচিত৷ 

আরও পড়ুন- প্রতি ৩ মিনিটে ১ জনের মৃত্যু! করোনার কোপে মহারাষ্ট্র এখন মৃত্যুপুরী

এদিকে কেজরিওয়াল সরকার জানিয়েছে,  দিল্লি সরকার জানাচ্ছে, লকডাউন কার্যকরী করা হলেও সরকারি অফিস, জরুরি পরিষেবা চালু থাকবে। তবে বেসরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সামাজিক অনুষ্ঠান অর্থাৎ বিয়ে বা অন্য যে কোনও অনুষ্ঠানে সবচেয়ে বেশি ৫০ জনকে আমন্ত্রণ জানানো যাবে৷ আজ রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে লকডাউন। মূলত সংক্রমণের শৃঙ্খল ছিন্ন করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৬২, যা এখনও পর্যন্ত এক দিনে সর্বাধিক। রাজধানীতে সংক্রমণ হার পৌঁছেছে ৩০ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার বেড়েছে ৬ শতাংশ।  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *