‘দুর্নীতিতে নাম জড়ানোদে ব্যক্তিদের আশ্রয়স্থল এসএসকেএম’, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

‘দুর্নীতিতে নাম জড়ানোদে ব্যক্তিদের আশ্রয়স্থল এসএসকেএম’, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

pil

কলকাতা: রোগী রেফার হোক বা চিকিৎসায় গাফিলতি, হাসপাতালের বিরুদ্ধে এহেন অভিযোগ আকছাড়। তবে এবার রাজ্যের অন্যতম সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএস-এর বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। এমনকী জল গড়াল কলকাতা হাই কোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করা হল উচ্চ আদালতে৷ অভিযোগ, ‘দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে SSKM’৷ আরও বলা হয়েছে, ‘এই সমস্ত ব্যক্তিদের জন্য হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে।’

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র চিকিৎসা কেন এসএসকেএম হাসপাতালে হবে? কেন ইএসআই জোকাতে নয়? তা নিয়েও প্রশ্ন উঠেছে। হাই কোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার মামলা দায়ের করেন করে বলেন, বৃহত্তর স্বার্থে এই মামলা৷ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। অথচ চিকিৎসার প্রয়োজন নেই এমন প্রভাবশালীরা বেড দখল করে বসে রয়েছেন৷ মামলাকারীর আরও আবেদন, ওই হাসপাতালে চিকিৎসাধীন ‘অভিযুক্তদের’ সমস্ত মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =