মাত্র ২ সপ্তাহে তছনছ গোটা পরিবার, করোনা প্রাণ নিল মা-ছেলের

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষের গোড়ায় পৌঁছল বলে। এই পরিস্থিতিতে একের পর এক মর্মান্তিক খবর সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে।

ধানবাদ: অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতের করোনা পরিস্থিতি ভাল, এমনটা দাবি করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরে যথারীতি সেই মন্তব্যকে সমর্থন করে ভাষণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বাস্তব বলছে দেশে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হয়ে চলেছে। শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণও।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষের গোড়ায় পৌঁছল বলে। এই পরিস্থিতিতে একের পর এক মর্মান্তিক খবর সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে। ঝাড়খণ্ডের ধানবাদের এক খবরে চমকে উঠেছেন দেশবাসী। মাত্র ১৬ দিনের মধ্যে করোনায় একই পরিবারে ছয় জনের মৃত্যু হয়েছে। দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: করোনা আবহে চোখ রাঙাচ্ছে নতুন প্রাণঘাতী ভাইরাস, মুম্বইয়ে মৃত্যু ২ শিশুর

জানা গেছে, সপ্তাহদুয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে ধানবাদে ৮৮ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। ধীরে ধীরে ওই বৃদ্ধার আরও চার ছেলের মৃত্যু হয়। সম্প্রতি পঞ্চম সন্তানের মৃত্যু হয়েছে বলে খবর। ধানবাদের কাটরাসের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। স্থানীয় প্রশাসন সকলকে বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। অন্য দিকে, এলাকাবাসীরা দাবি তুলেছেন প্রত্যেকের করোনা পরীক্ষার।

আরও পড়ুন: ভারতে কবে পাওয়া যাবে অক্সফোর্ডের প্রতিষেধক, কত দাম জেনে নিন

সূত্রের খবর, সম্প্রতি দিল্লিতে এক বিয়েবাড়িতে গিয়ে করোনা আক্রান্ত হন ওই বৃদ্ধা। তাঁকে বোকারোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে ৪ জুলাই। মৃত্যুর পর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। অন্য দিকে, স্বাস্থ্য বিধি মেনে বৃদ্ধার শেষকৃত্য করা হয়নি বলে অভিযোগ উঠতে শুরু করেছে। ওই বৃদ্ধার থেকে পরিবারের লোকেরা করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার রাঁচির একটি হাসপাতালে তাঁর এক সন্তানের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের দুই সদস্য এখন হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =