লক্ষ্মীবারে রাজভবনে রাজ্যপালের সঙ্গে মধ্যাহ্নভোজন সারতে পারেন আপনিও!

লক্ষ্মীবারে রাজভবনে রাজ্যপালের সঙ্গে মধ্যাহ্নভোজন সারতে পারেন আপনিও!

কলকাতা: বাংলায় এক বছর পূর্ণ হল তাঁর। গত বছর ২৩ নভেম্বর এ রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস৷ দায়িত্ব নেওয়ার পরই এ রাজ্যের মানুষের সঙ্গে আত্মীয়তা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। বাংলা শেখার ইচ্ছা প্রকাশ করে সরস্বতী পুজোয় হাতেখড়িও দিয়েছিলেন৷ কখনও আবার তিনি পৌঁছে গিয়েছেন দুর্গাপুজোয় প্যান্ডেলে৷  বারবারই বাঙালি সংস্কৃতির জোয়ারে গা ভাসিয়েছেন বোস। বাংলায় তাঁর এক বছর পূর্তি উপলক্ষে বাংলার মানুষের আরও কাছে পৌঁছতে চাইছেন রাজ্যপাল৷ 

২৩ নভেম্বর থেকে রাজভবনে একাধিক কর্মসূচি চলবে। এরই মধ্যে রয়েছে ভূরিভোজ৷ হ্যাঁ, এবার রাজ ভবনে বসে খাবার সুযোগ পেতে পারেন আপনিও। ২৩ নভেম্বর থেকেই শুরু হচ্ছে বিশেষ উদযাপন। যার নাম দেওয়া হয়েছে ‘মিল উইথ গভর্নর’। খাওয়া দাওয়া ছাড়াও তফশিলি জাতি উপজাতির ছাত্রদের জন্য বৃত্তি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রাজভবনের তরফে। মঙ্গলবার রাজভবনে সাংবাদিক বৈঠক করে বোস বলেন, ‘‘আমি বাংলাকে ভালোবাসি। বাংলার মানুষকে খুব ভালবাসি। আমি বাংলাকে নিজের ভূমি হিসাবে মনে করতে শুরু করে দিয়েছি। এ রাজ্যের রাজ্যপাল হিসাবে আমার কিছু দায়িত্ব রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *