permanent vice
কলকাতা: রাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপচার্য রয়েছেন, সেই সব বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ করার নির্দেশ দিয়েছি সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই স্থায়ী উপাচার্যের তালিকা তৈরি করল রাজ্য শিক্ষা দফতর। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এদিন বিধানসভায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আগামী ১ ডিসেম্বর স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি সুপ্রিম কোর্টের শুনানিতে ওঠার সম্ভাবনা রয়েছে। আমরা ৩১ জনের একটি তালিকা তৈরি করেছি। সেই তালিকা আদালতে জমা দেওয়া হবে। আদালত অনুমতি দিলে আমরা দ্রুত উপাচার্য নিয়োগ করব৷’
ব্রাত্য আরও জানান, রাজ্যে মোট ৪২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয় রয়েছে ৩১টি। এর মধ্যে ২৭টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই৷ এর আগে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছিল রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি৷ এবার ৩১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের তালিকা তৈরি করল রাজ্য৷