লখনউ: রবিবার সাতসকালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের গুলি করে হত্যা করা হল হিন্দু মহাসভার এক নেতাকে৷ লখনউয়ের হজরতগঞ্জ সিটি এলাকার ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা৷ হিন্দু নেতা খুনে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের খোঁজে তদন্তে নেমেছে উত্তর প্রদেশের পুলিশ৷ ঘন বসতিপূর্ণ এলাকায় সকালে এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ কয়েক সাম আগেই এই এলাকায় আর এক হিন্দু মহাসভার নেতাকে গুলি করে হত্যা করা হয়েছিল৷
জানা গিয়েছে, হিন্দু মহাসভার ওই নেতার নাম রঞ্জিত বচ্চন৷ রবিবার সকালে তিনি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সঙ্গে তাঁর ভাইও ছিল। মোটর সাইকেলে কয়েকজন দুষ্কৃতী একেবার তাঁর সামনে চলে আসে। সূত্রের খবর, এরপর গুলির পর গুলি করতে থাকে দুষ্কৃতীরা৷ ঘটনাস্থলে রঞ্জিত বচ্চন নামে হিন্দু মহাসভার ওই নেতার মৃত্যু হয়৷ মাথা ফুঁড়ে চার রাউন্ড গুলি চালালো হয়৷ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁর ভাই রাস্তায় লুটিয়ে পড়েন৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে একটি হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, আদতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা রঞ্জিত বচ্চন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবেই পরিচিত ছিলেন। সাতসকালে তাঁকে এইভাবে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের সন্ধানে সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। মৃতের পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।