CAA বিরোধী ধর্না মঞ্চে প্রথম মৃত্যু বাংলায়, শোকাহত পার্ক সার্কাস!

CAA বিরোধী ধর্না মঞ্চে প্রথম মৃত্যু বাংলায়, শোকাহত পার্ক সার্কাস!

কলকাতা: পার্ক সার্কাসে এনআরসি ও সিএএ প্রতিবাদী ধর্ণামঞ্চে মৃত্যু হল এক প্রৌঢ়ার। শনিবার ১২ টা নাগাদ আচমকা শামিমা নামের ওই প্রৌঢ়ার বুকে ব্যাথা শুরু হয়। তাঁকে ধর্ণামঞ্চের অন্যান্য সদস্যরা নিয়ে যান চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যপাল কলেজ। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

শামিমার পরিবারের তরফে জানানো হয়েছে, মৃতার বয়, ৫৭ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর ব্লাড প্রেশার বেশি ছিল। এছাড়াও তিনি ডায়াবেটিসের রুগী ছিলেন। কিন্তু তারপরেও তিনি ঘরে বসে থাকেননি। এনআরসি ও সিএএ এর প্রতিবাদ মঞ্চে তিনি প্রথম দিন থেকে হাজির ছিলেন। রাতের পর রাত জাগার কারণে, তাঁর শরীরের অবস্থার আরও অবনতি হতে থাকে। তারপরেও তিনি প্রতিবাদকারী বা আন্দোলনকারীদের উৎসাহ দিতে ধর্ণামঞ্চে হাজির হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। সেখানেই তাঁর মৃত্যু হল। 

শমিমার মৃত্যুর পর শোকের ছায়া ধর্নামঞ্চে। ঠিক করা হয়েছে, রবিবার কোনও শ্লোগান দেওয়া হবে না ধর্ণামঞ্চ থেকে। পরে আলোচনা করে আন্দোলেনে পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর থেকে ধর্ণামঞ্চে বিভিন্ন বয়সের মেয়েরা হাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিন্তু পরে এই আন্দোলন শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যত দিন যাচ্ছে, এই বিক্ষোভের আয়তন তত বাড়তে শুরু করেছে। জামিনে ছাড়া পাওয়ার পর বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। ক্লান্ত হলেও বিক্ষোভকারীরা তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শামিমার মৃত্যু তাঁদের একচুলও টলাতে পারেননি। বরং এই মৃত্যু তাঁদের আন্দোলনকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =