কলকাতা: বৃষ্টি মানেই ইলিশের মরশুম৷ তবে সাগর এখনও কৃপণ। বড় আকারের পর্যাপ্ত ইলিশ না পেয়ে মুখ ভার মৎসজীবীদের। ফলে বাজার ভরেছে খোকা ইলিশে৷ এই আকালের দিনে মৎস্যজীবীদের মুখে হাসি ফোটালো মা গঙ্গা। হঠাৎই যেন উজার করে দিল আঁচল৷ মৎসজীবীদের জালে ধরা পড়ল বড় আকারের ইলিশ। বজবজ, নোদাখালির গদাখালি, নলদাঁড়ি, ফলতার চোঙড়ায় গঙ্গা থেকে শয়ে শয়ে উঠছে আটশো থেকে দেড় কেজি ওজনের রুপোলি শস্য।
গঙ্গার এই অংশের ইলিশ ছেয়ে গিয়েছে বৃহত্তর কলকাতার দক্ষিণ শহরতলিতেতে। ঠাকুরপুকুরের মতো পাইকারি বাজারে দেড় কিলো ওজনের মাছের পাইকারি দাম দু’হাজার টাকা। বাজার বিশেষে আরও চড়া মাছের রাজা৷ চড়া দামেই মাছ কিনছেন ক্রেতারা। মৎস্যজীবীদের আশা, চলতি আষাঢ়ের মাঝামাঝি কিংবা শ্রাবণে এই অঞ্চলের গঙ্গাতে আরও বেশি পরিমাণ ইলিশ উঠবে। তখন দাম কিছুটা হলেও কমবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>