আমার মাকে সাহায্য করুন, বাড়িতেই থাকুন! অভিনব বার্তা খুদের, নেটপাড়ায় প্রশংসা

করোনা আতঙ্কে দেশবাসী। সংক্রমণ রুখতে সোশ্যাল ডিসট্যান্সিং-এর পরামর্শ শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও। পাশাপাশি সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ভূমিকা প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও। এমনই এক পরিস্থিতিতে মর্মস্পর্শী বার্তা দিল এক খুদে। অভিনব উপায়ে ঘরে থাকার অনুরোধ করল সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

e3a7cb7b42c5c7e0f13db2689e189568

নয়াদিল্লি: করোনা আতঙ্কে দেশবাসী। সংক্রমণ রুখতে সোশ্যাল ডিসট্যান্সিং-এর পরামর্শ শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও। পাশাপাশি সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ভূমিকা প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও। এমনই এক পরিস্থিতিতে মর্মস্পর্শী বার্তা দিল এক খুদে। অভিনব উপায়ে ঘরে থাকার অনুরোধ করল সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

নিষ্পাপ দু'টো চোখ। হাতে লেখা একটা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে সে। বিষয় করোনা সংক্রমণ মোকাবিলা। তার মা পেশায় চিকিৎসক। তাই তার হাতের পোস্টারে লেখা, 'আমার মা একজন চিকিৎসক। আপনাদের সাহায্য করার জন্য আমার থেকেও দূরে আছে। ওঁকে সাহায্য করার জন্য অনুগ্রহ করে আপনারা ঘরে থাকুন।' নেটদুনিয়ায় খুদের এই বার্তা মন ছুঁয়েছে জনগণের। একদিকে যখন লক ডাউন জারি করা সত্ত্বেও একাধিক এলাকায় দেদার ঘুরে বেড়াচ্ছে জনগণের একাংশ, সেই পরিস্থিতিতে খুদের এই বার্তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও কার্যকরী। মঙ্গলবার জনগণের উদ্দেশ্যে ভাষণেও প্রধানমন্ত্রী সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা বলেছেন। তিনি এদিন বলেন, 'সোশ্যাল ডিসট্যান্সিং শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিদের জন্য বলেই মনে করেন অনেকে। আসলে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সোশ্যাল ডিসট্যান্সিং সবার জন্যই দরকার। এমনকী, প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও এটা প্রয়োজনীয়।' তাছাড়া এই পরিস্থিতিতে আমরা যদি ঘরবন্দি না হই, তার খেসারত দিতে হবে বলেও সাবধান করেছেন তিনি। 

ওই খুদের মতো এমনই এক বার্তা দিয়েছিলেন দিল্লির এইমস-এর চিকিৎসক অমরিন্দর সিং মালিহ। প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রীও। করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জনসাধারণের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছিলেন, 'আমি আপনাদের জন্য কাজ করছি। আপনি আমাদের জন্য ঘরে থাকুন।' তাঁর এই বার্তা একটি সর্বভারতীয় সংবাদসংস্থা টুইটে জানানোর পরেই চোখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার তিনি রিটুইট করে প্রশংসা জানান অমরিন্দরকে। টুইটে তিনি আরও লেখেন, 'আমাদের পৃথিবীকে আরও সুরক্ষিত ও স্বাস্থ্যকর করার উদ্দেশ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য সরব হোন। কোনও শব্দই তাঁদের এই প্রচেষ্টার জন্য যথেষ্ট নয়।' প্রধানমন্ত্রীর সেই টুইটে এইমস-এর চিকিৎসকের প্রশংসা করেছেন বিয়ার গ্রিলসও।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *