করোনা টিকার প্রথম ডোজ নিয়ে মাইলস্টোন ১০৭ বছরের বৃদ্ধের

করোনা টিকার প্রথম ডোজ নিয়ে মাইলস্টোন ১০৭ বছরের বৃদ্ধের

নয়াদিল্লি: করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে মাইলস্টোন তৈরি করলেন ১০৭ বছরের বৃদ্ধ৷  ভারতের গণপরিষদ খসড়া কমিটির ১০৭ বছরের কেবল কৃষাণ কোভিড–১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে রেকর্ড গড়লেন। তিনিই সবচেয়ে প্রবীণতম ব্যক্তি যিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন।

দিল্লির ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অশোক শেঠের তত্ত্বাবধানে এই বৃদ্ধকে টিকা দেওয়া হয়। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দু’বছর আগে তিনি ছিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি, যাঁর স্ট্রোক প্রতিরোধের জন্য মস্তিষ্কের বাঁ–দিকের ধমনীতে স্ট্রেইন বসানো হয়। জানা গিয়েছে, ১৯১৮ সালে কৃষাণবাবুর যখন পাঁচ বছর বয়স, সেই সময় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্প্যানিশ ফ্লু। হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, ‘কেবল কৃষাণকে সুরক্ষিতভাবে টিকা দেওয়াটা খুবই মন ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা৷ তিনি নিরাপদেই তাঁর জীবনযাপন করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে দু’ বছর আগে তাঁর ছোটখাটো একটি স্ট্রোক হয়ে গিয়েছে এবং এরপর বড় কোনও স্ট্রোক হলে তাঁর পক্ষাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।’

হাসপাতালের জোনাল ডিরেক্টর বিদেশচন্দ্র পাল বলেন, ‘আমি খুব খুশি এটা বলতে পেরে যে তাঁর উন্নতি হয়েছে এবং তিনি টিকা নিলেন এবং টিকা নেওয়ার পর তাঁকে আরও সুস্থ দেখাচ্ছে। তিনি এরপর আরও বেশি সময় তাঁর জীবন এবং পরিবারের সঙ্গে কাটাতে পারবেন।’ তাঁর আশা, কৃষাণবাবুর টিকা নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই অন্যদেরও অনুপ্রাণিত করবে। কেবল কৃষাণের ছেলে জানিয়েছেন, বাবা ভালো আছেন এবং টিকাকরণের পর তাঁর মধ্যে কোনও প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়নি এবং তিনি বাড়ি ফিরে তাঁর দৈনিক পুজোও করেছেন। করোনা ভ্যাকসিনের প্রতি মানুষের দ্বিধা দূর করতে এর আগেও টিকা নিয়েছেন  দিল্লির বাসিন্দা ১০৪ বছরের তুলসি দাস। তিনি স্যার গঙ্গারাম হাসপাতালে টিকা নিয়েছিলেন৷ গত ৯ মার্চ ১০৩ বছরের মহিলা জে কামেশ্বরী বেঙ্গালুরুতে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *